শ্রমিক নেতাদের মামলা প্রত্যাহার না করলে ধর্মঘটের হুশিয়ারি

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ০৮, ২০২০
০৭:৫৪ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৮, ২০২০
০৭:৫৬ পূর্বাহ্ন



শ্রমিক নেতাদের মামলা প্রত্যাহার না করলে ধর্মঘটের হুশিয়ারি

সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার ও সাধারণ সম্পাদক মো. আমির উদ্দিনসহ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার না করলে ধর্মঘটসহ কঠোর কর্মসূচি ঘোষণার হুশিয়ারি দিয়েছেন পরিবহন শ্রমিকরা। পরিবহন শ্রতিমকদের উদ্যোগে গতকাল সোমবার বিকেলে দক্ষিণ সুরমার হুমায়ূন রশীদ চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে তারা এই ঘোষণা দেন।

দক্ষিণ সুরমা-মোগলাবাজার আঞ্চলিক কমিটির সভাপতি কাউছার আহমদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, সিলেট বিভাগীয় ট্রাক মালিক গ্রæপের সভাপতি গোলাম হাদী ছয়ফুল। বিশেষ অতিথির বক্তব্য দেন, সিলেট সিএনজি জেলা অটোরিকশরা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাকারিয়া, সাধারণ সম্পাদক আজাদ মিয়া, সিলেট জেলা বাস মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি রুনু মিয়া, সহ সভাপতি শাহ জামাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মোহিন, সহ সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম ময়না, ট্যাংকলরি বিভাগীয় কমিটির সভাপতি মনির হোসেন, সহ সভাপতি কাউছার আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ প্রমুখ। 

সভায় বক্তারা বলেন, ‘সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের বিরুদ্ধে একটি ভুঁইফুড় সংগঠনের দায়ের করা মিথ্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা প্রভাবিত হয়ে আদালতে প্রতিবেদন দাখিল করেছেন। সিলেটের সর্বস্তরের মালিক-শ্রমিক নেতৃবৃন্দ সেই প্রতিবেদন প্রত্যাখান করেছেন। অবিলম্বে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এই মিথ্যা মামলা প্রত্যাহার ও চাঁদাবাজ-কুচক্রিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করলে পরিবহন ধর্মঘটসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাহী সদস্য আলী আহমদ আলীর পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, প্রচার সম্পাদক সামাদ রহমান, কোষাধ্যক্ষ রাজু আহমদ তুরু, নির্বাহী সদস্য শরিফ আহমদ, বেলাল আহমদ, সাবেক সহ সভাপতি হাসমত আলী হাসু, সাবেক সাংগঠনিক নিখিল চন্দ্র দাস, শ্রমিক নেতা জুলহাস হোসেন বাদল, সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দক্ষিণ সুরমা-মোগলাবাজার আঞ্চলিক কমিটির সহ সভাপতি জুমায়েল ইসলাম জুমেল, সাধারণ সম্পাদক মারুফ আহমদ, সহ সাধারণ সম্পাদক ফলিক আহমদ, সাংগঠনিক সম্পাদক শরীফ আহমদ, কোষাধ্যক্ষ কতুব উদ্দিন, নির্বাহী সদস্য শাকিল আহমদ, জমির আলী, কুটি মিয়া, শাহপরাণ থানা আঞ্চলিক কমিটির সভাপতি ফুল মিয়া, সম্পাদক আজিজুর রহমান রহিম, সাংগঠনিক সম্পাদক জলিল আহমদ, ফেঞ্চগঞ্জ উপজেলা আঞ্চলিক কমিটির সভাপতি রাসেল আহমদ টিটু, সম্পাদক আহমদ লালু, সাংগঠনিক আফজাল হোসেন, জৈন্তাপুর উপজেলা আাঞ্চলিক কমিটির সভাপতি নুরুল হক, সম্পাদক শফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, কানাইঘাট আাঞ্চলিক কমিটির সভাপতি জসিম উদ্দিন, সম্পাদক দিলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আশরাফ আহমদ হারিছ, পশ্চিম গোয়াইনঘাট আঞ্চলিক কমিটির সভাপতি হাফিজুর রহমান, সম্পাদক মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গির মিয়া, পূর্ব গোয়াইনঘাট আঞ্চলিক কমিটির সভাপতি ফয়জুল ইসলাম, সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, কোম্পনীগঞ্জ আঞ্চলিক কমিটির সভাপতি এনামুল হক, সম্পাদক মাহফুজ মিয়া, সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন, গোলাপগঞ্জ আঞ্চলিক কমিটির সভাপতি বদরুল ইসলাম, সম্পাদক সায়েল আহমদ, সাংগঠনিক সম্পাদক শাকের আহমদ শাকিল, বিয়ানীবাজার আঞ্চলিক কমিটির সভাপতি মানিক উদ্দিন, সম্পাদক শাহাব উদ্দিন সাবুল, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, জকিগঞ্জ উপজেলা আঞ্চলিক কমিটির সভাপতি রুবেল আহমদ, সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আরিফ উদ্দিন, জালালাবাদ থানা আঞ্চলিক কমিটির সভাপতি কালা মিয়া, সাধারণ সম্পাদক আলমগীর, সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন, ওসমানীনগর থানা আঞ্চলিক কমিটির সভাপতি সুরুজ আলী, সম্পাদক বাবুল মিয়া, সাংগঠনিক সম্পাদক আমজাদ আলী, বালাগঞ্জ আঞ্চলিক কমিটির সভাপতি শ্রী সুজিব চন্দ্রগুপ্ত বাচ্চু, সম্পাদক মাহমুদ আব্দুন নুর, সাংগঠনিক সম্পাদক ফজলু মিয়া, বিশ্বনাথ আঞ্চলিক কমিটির সভাপতি আলাল মিয়া, সম্পাদক মকবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খলিল মিয়া প্রমুখ। 

বিএ-০২