সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিরনি বিতরণ

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ০৮, ২০২০
০৮:০২ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৮, ২০২০
০৮:০২ পূর্বাহ্ন



সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিরনি বিতরণ

সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী প্রয়াত এম. সাইফুর রহমানের একাদশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর উদ্যোগে শিরনি বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বাদ আসর নগরের হজরত শাহজালাল (র.) মাজার এলাকায় শিরনি বিতরণ করেন তিনি।

এ সময় এম. সাইফুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করা হয়। শিরনি বিতরণকালে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মুকুল আহমদ মোর্শেদ, যুব বিষয়ক সম্পাদক মির্জা বেলায়েত আহমদ লিটন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হাবিব আহমদ চৌধুরী শিলু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আশরাফ আলী, পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক লল্লিক আহমদ চৌধুরী, পরিবেশ বিষয়ক সম্পাদক আবুল কালাম, সহ গণ-শিক্ষা সম্পাদক আলী হায়দার মজনু, সহ-শিল্প সম্পাদক নজির হোসেন, সহ-বাণিজ্য সম্পাদক আব্দুস সাত্তার আমিন, সহ-সাংস্কৃতিক সম্পাদক কয়েস আহমদ সাগর, মহানগর বিএনপি নেতা এম মখলিছ খান, মাহবুব আহমদ চৌধুরী, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল করিম জোনাক, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুস সালাম টিপু, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আলী আকবর রাজন, সাবেক যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন, মদন মোহন বিশ^বিদ্যালয় কলেজ ছাত্রদলের যুগ্ম আহŸায়ক শাহান আল মাহমুদ খান ও জেলা ছাত্রদল নেতা ইফতেখার আহমদ চৌধুরী সানি।

বিএ-০৪