সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ০৮, ২০২০
০৮:০৫ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৮, ২০২০
০৮:০৫ পূর্বাহ্ন
ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমসহ দেশব্যাপী বিচ্ছিন্নভাবে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা এবং নির্যাতনের প্রতিবাদে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ সিলেট জেলা শাখার উদ্যোগে গতকাল সোমবার সিলেট নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিটের ডেপুটি কমান্ডার আব্দুল খালিক। সন্তান কমান্ড সিলেট জেলা কমিটির সভাপতি সৈয়দ আবু ফাহিম আজাদ সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এন এম ময়না মিয়ার পরিচালনায় মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য দেন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী জালাল উদ্দিন জাহান, সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা কমিটির সদস্য সচিব মুক্তিযোদ্ধা তোতা মিয়া, সিলেট জেলা ইউনিট কমান্ডের সাবেক অর্থ কমান্ডার মুক্তিযোদ্ধা সুয়েব আহমদ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সিলেট মহানগর কমিটির সভাপতি দেওয়ান মুরাদ হাসান, জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি দেওয়ান মঞ্জুর আহসান মিশু, সহ সভাপতি খালেদ আহমদ, মহানগর কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অয়ন আহমদ, জেলা কমিটির সহ মহিলা সম্পাদক রিতা আক্তার। আরও উপস্থিত ছিলেন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক শাহেল আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাব্বির আহমদ সাদি, সমবায় সম্পাদক দুলাল আহমদ, সদস্য মনি আক্তার, নাছিমা আক্তার, মুবিয়া বেগম, মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক জগলু হোসেন, জাকিয়া সুলতানা সুমী, বালাগঞ্জ উপজেলা কমিটির সভাপতি নুরুল আম্বিয়া কার্জন, সাংগঠনিক সম্পাদক ফয়জুর রহমান মো. মুনিম প্রমুখ।
বিএ-০৫