ইমাম-মোয়াজ্জিনদের সঙ্গে নাটাবের মতবিনিময়

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ০৮, ২০২০
০৮:০৯ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৮, ২০২০
০৮:০৯ পূর্বাহ্ন



ইমাম-মোয়াজ্জিনদের সঙ্গে নাটাবের মতবিনিময়

ইমাম ও মোয়াজ্জিনদের সঙ্গে বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) সিলেট জেলা শাখার মতবিনিময় সভা গতকাল সোমবার সিভিল সার্জন সিলেটের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

নাটাবের সাধারণ সম্পাদক অমরেন্দ্র দেব রায় প্রদীপের সভাপতিত্বে ও দপ্ত্র সম্পাদক মনতোষ সরকারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল। বিশেষ অতিথির বক্তব্য দেন, এমএজি ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক্ষ ডা. জাকারিয়া মাহমুদ। উপস্থিত ছিলেন ব্রাক সিলেটের এ.এম মো. বোরহান উদ্দিন।

উপস্থিত ইমাম ও মোয়াজ্জিনগণের প্রশ্নের উত্তরে যক্ষা রোগের কারণ, ইতিহাস, প্রতিরোধের উপায়, চিকিৎসা ও  সচেতনতামূলক বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন অতিথিবৃন্দ। ইমামদের প্রচেষ্ঠায় সাধারণ জনগণ সচেতন হবেন এবং দেশে যক্ষা রোগ প্রতিরোধ করা সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেন।

বিএ-০৬