গোলাপগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ০৯, ২০২০
০২:০৯ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৯, ২০২০
০২:০৯ পূর্বাহ্ন
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার ভাদেশ্বর ইউপির নালিউরী গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- নালিউরী গ্রামের মৃত মস্তাকিন আলীর ছেলে রুহেল উদ্দিন (৩২) ও ঢাকাদক্ষিণ ইউপির দত্তরাইল (মিশ্রপাড়া) গ্রামের মৃত আতলিব আলীর ছেলে আলীম উদ্দিন আলম (৩২)। এ সময় তাদের কাছ থেকে ২২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জানা যায়, পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোলাপগঞ্জ মডেল থানার এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে নামে। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন রুহেল উদ্দিন সহযোগীসহ বাড়িতে অবস্থান করছেন। খবর পেয়ে পুলিশ ভোর ৫টা ২০ মিনিটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
পরে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা (নং-০৩/০৮.০৯.২০২০) দায়ের করে। রুহেল উদ্দিন সিআর মামলা নং-৩০/১৫ এর পরোয়ানাভুক্ত আসামী। আসামিদ্বয়কে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এফএম/আরআর-০৮