সুনামগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ১১, ২০২০
১১:৫১ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১১, ২০২০
১১:৫১ অপরাহ্ন
সুনামগঞ্জ সরকারি কলেজের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা অনলাইনে নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। পরীক্ষায় অংশ নেওয়ার মতো উন্নত মোবাইল ফোন ও ইন্টারনেট প্রযুক্তি অনেক দরিদ্র শিক্ষার্থীর হাতে না থাকায় পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছেন তারা।
আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ সরকারি কলেজ সংসদের উদ্যোগে কলেজের একাদশ শ্রেণির অনলাইন পরীক্ষা বাতিলের দাবিতে এই কর্মসূচি পালিত হয়। এতে সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেন।
মানববন্ধন পরবর্তী সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন, বাংলাদেশ যুব ইউনিয়ন সুনামগঞ্জ জেলা সংসদের সভাপতি আবু তাহের মিয়া, কৃষক নেতা লাইজু বেগম, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ জেলা সংসদের সভাপতি দুর্যোধন দাস দুর্জয়, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ জেলা সংসদের সাধারণ সম্পাদক আসাদ মনি, ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ সরকারি কলেজ সংসদের সভাপতি মনির হোসেন দুর্জয়, সাধারণ সম্পাদক নিমাই সরকার কলেজ সংসদের সহ-সভাপতি গৌতম দাস, সাংস্কৃতিক সম্পাদক সাফিয়া বেগম, ছাত্রনেতা ইমরান, শিক্ষার্থী মাফরুজ, রায়হান আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, হাওরাঞ্চলের উচ্চশিক্ষার একমাত্র প্রতিষ্ঠান সুনামগঞ্জ সরকারি কলেজ। এই কলেজে ধনীদের চেয়ে গরিবের সন্তানরা পড়ালেখা করে বেশি। ধনীরা সন্তানদের দেশের নামকরা প্রতিষ্ঠানে পড়ালেখা করান। এখন করোনাভাইরাসের প্রকোপের কারণে কলেজের অনেক শিক্ষার্থী তাদের পরিবারের সঙ্গে অমানবিক জীবনযাপন করছে। টিউশনির উপর নির্ভরশীল শিক্ষার্থীরা পড়েছে বিপাকে। এ অবস্থায় কলেজ কর্তৃপক্ষ একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
তারা বলেন, অনেক শিক্ষার্থীর অনলাইনে পরীক্ষা দেওয়ার জন্য উন্নত মোবাইল ফোন নেই। তাই তারা পরীক্ষা থেকে বঞ্চিত থাকবে। তাই অবিলম্বে অনলাইনে পরীক্ষা নেওয়ার এই সিদ্ধান্ত বাতিল করতে হবে।
এসএস/আরআর-০৩