সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ১৩, ২০২০
১০:১৬ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৩, ২০২০
১০:১৬ পূর্বাহ্ন
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন থেকে সরে দাঁড়ালেন দেশের সাবেক তারকা ফুটবলার বাদল রায়।
গতকাল শনিবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। বিকেল পাঁচটায় শেষ হয়ে যায় মনোনয়নপত্র প্রত্যাহারের সময়। কিন্তু নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর বাদল রায়ের স্ত্রী মাধুরী রায় মনোনয়নপত্র প্রত্যাহারের চিঠি জমা দেন বাফুফে'র সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের কাছে।
তবে নির্ধারিত সময়ের মধ্যেই বাদল রায় বাফুফে নির্বাচন কমিশনের প্রধান মেজবাহ উদ্দিনকে ফোন করে জানান, মনোনয়ন প্রত্যাহারের চিঠি নিয়ে বাফুফে কার্যালয়ে যাচ্ছেন তার স্ত্রী। এই অবস্থায় ব্যালট পেপারে বাদল রায়ের নাম থাকবে কিনা সে ব্যাপারে আজ রবিবার নির্বাচন কমিশন তাদের সিদ্ধান্ত জানাবে।
বাদল রায় সরে দাঁড়ানোয় সভাপতি পদে কাজী সালাউদ্দিনের প্রতিদ্বন্দ্বী এখন কেবল সাবেক তারকা ফুটবলার শফিকুল ইসলাম মানিক। প্রার্থী চূড়ান্ত হবে আ জ রবিবার।
এএন/০৫