হাওরে দুর্নীতি মামলার বাদী ও সাক্ষীদের দুদকের জিজ্ঞাসাবাদ

সুনামগঞ্জ প্রতিনিধি


সেপ্টেম্বর ১৭, ২০২০
১২:৩৬ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১৭, ২০২০
১২:৩৮ পূর্বাহ্ন



হাওরে দুর্নীতি মামলার বাদী ও সাক্ষীদের দুদকের জিজ্ঞাসাবাদ

২০১৭ সালে সুনামগঞ্জের সব হাওরে বাঁধ নির্মাণে অব্যবস্থাপনার কারণে ফসলহানির ঘটনায় আইনজীবীদের দায়ের করা মামলায় সাক্ষীদের সাক্ষ্য নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০১৭ সালে কৃষকের স্বার্থে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতি এই মামলা দায়ের করেছিল।

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভবনে যান সিলেট দুদকের সহকারী পরিচালক আনোয়ার হোসেনসহ দুই সদস্যের তদন্ত দল। তারা দীর্ঘক্ষণ ধরে মামলার বাদী অ্যাডভোকেট আব্দুল হক, স্বাক্ষী মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, মালেক হোসেন পীর ও অধ্যক্ষ চিত্তরঞ্জন তালুকদারের স্বাক্ষ্যগ্রহণ করেন।

সুনামগঞ্জের হাওরাঞ্চলের বোরো ফসলরক্ষায় বাঁধ নির্মাণে অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে ২০১৭ সালের ৩ আগস্ট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল হক বাদী হয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, ঠিকাদার, প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৪০ জনের নামে মামলা দায়ের করেন। এর আগে একই অভিযোগে পাউবো'র ১৫ জন কর্মকর্তা, ৪৫ জন ঠিকাদার ও ঠিকাদারের সহযোগীসহ ৬১ জনকে আসামি করে ২০১৭ সালের ২ জুলাই সুনামগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক ফারুক আহমদ। ওই মামলার চার্জশিট ইতোমধ্যে প্রদান করা হয়েছে। পরে আইনজীবী সমিতির মামলাটিও তদন্ত শুরু করে দুদক।

বুধবার আদালতে মামলার বাদী ও সাক্ষীদের সঙ্গে কথা বলতে যান দুদকের তদন্ত দল। আইনজীবীর করা ওই মামলায় আইনজীবী, সাংবাদিক, সুধী সমাজের প্রতিনিধি, হাওর বাঁচাও আন্দোলনের নেতৃবৃন্দসহ ২৯ জনকে স্বাক্ষী করা হয়েছিল।

মামলার বাদী আব্দুল হক বলেন, 'দুদক কর্মকর্তারা মামলার বাদী হিসেবে আমাকে ও তিনজন সাক্ষীকে মামলা সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছেন। আমরা তাদের জিজ্ঞাসাবাদের জবাব দিয়েছি। এর মাধ্যমে আজ থেকে মামলার তদন্ত কাজ শুরু হয়েছে।'

 

এসএস/আরআর-০৬