সিলেট ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের মানববন্ধন

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ১৮, ২০২০
০৭:৩০ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ১৮, ২০২০
০৭:৩৭ অপরাহ্ন



সিলেট ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের মানববন্ধন
রায়হান হত্যা, ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদ

আলোচিত রায়হান হত্যাসহ দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে সিলেট ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন মানববন্ধন কর্মসূচী পালন করেছে। আজ রবিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে সভাপদতত্ব করেন সিলেট ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এনামুল হক জুনিয়র। মিডিয়া সেক্রেটারী মো. ইমরান আলী এনামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহমদ সাদিকুর তাজিন, সহ সভাপতি ইমতিয়াজ হোসেন তান্না, সহ সভাপতি মোঃ ইজাজ আহমদ, অর্থ সম্পাদক তাসবির রায়হান সাদি, প্রচার সম্পাদক সায়েম আলম রিজবী, যুগ্ম সম্পাদক রাহাতুল ফেরদৌস জাবেদ, সহ অর্থ সম্পাদক সাইদুর রহমান সাইদ, সহ সাংগঠনিক সম্পাদক মেহেদী মাহবুব চৌধুরী, জেলা ক্রিকেট কোচ রিংকু সরকার, কোচ সোহেল আহমদ। উপস্থিত ছিলেন ক্রিকেটার নাঈম, নবাব, নাজমুল, সেলিম, রুবেল প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশবাসী চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। গুম, খুন ও ধর্ষন আজ সারাদেশে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ছে। বর্তমান এ পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। বক্তারা এমসি কলেজ ধর্ষনকান্ডে জড়িত আসামীসহ রায়হান হত্যা মামলার সকল আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান।
এএন/১২