চা শ্রমিক ফেডারেশনের কালো পতাকা মিছিল

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ২০, ২০২০
০১:১১ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ২০, ২০২০
০১:১১ পূর্বাহ্ন



চা শ্রমিক ফেডারেশনের কালো পতাকা মিছিল

১২০ টাকা মজুরি চুক্তি প্রত্যাখান করে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে কালো পতাকা বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার বিকেল ৪টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শুরু হয়। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে মিছিল শেষ হয়। চা শ্রমিক ফেডারেশন নেতা রত্না বসাকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাসদ সমন্বয়ক আবু জাফর, শ্রমিক ফ্রন্ট সাধারণ সম্পাদক শাহজান আহমদ, চা শ্রমিক ফেডারেশনে নিপা মোদি, স্বপন দাশ, প্রজাপতি, জগদীশ,বিজয় মোদি প্রমুখ। 

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ‘চা শ্রমিকদের দৈনিক মজুরি ১২০ টাকা নির্ধারণ করে বাংলাদেশ চা সংসদ এবং বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং প্রত্যাখান করেছেন শ্রমিকরা। চা শ্রমিক ইউনিয়ন কখোনই দ্বি-পাক্ষিক চুক্তিতে চা শ্রমিকদের স্বার্থরক্ষা করতে পারেনি। এই প্রেক্ষিতে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন ২০০৬ সাল থেকে চা শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণের জন্য মজুরি বোর্ড গঠনের দাবিতে আন্দোলন শুরু করেছিল। বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবির প্রেক্ষিতে ২০০৯ সালে চা শ্রমিকদের মজুরি নির্ধারণের জন্য মজুরি বোর্ড গঠিত হয়েছিল। বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (অদ্যবধি সংশোধিত) এর ১৩৯ (৬) ধারা অনুসারে প্রতি পাঁচ বছর পর পর সরকার গঠিত জাতীয় নিম্নতম মজুরি বোর্ড কর্তৃক জীবনযাত্রার ব্যায়- মূদ্রাস্ফীতি- জীবন মান বিবেচনায় শ্রমিকদের নিম্নতম মজুরি পুণঃনির্ধারণ করার বিধান থাকলেও বিগত ১১ বছর চা শ্রমিকদের মজুরি নির্ধারণে কোনো মজুরি বোর্ড গঠন করা হয়নি। এই অবস্থায় বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সাধারণ চা শ্রমিকদের সংগঠিত করে মজুরি বোর্ড গঠন করা ও দৈনিক নগদ মজুরি ৫০০ টাকা ঘোষণার করার দাবিতে ধারাবাহিক কর্মসূচি পালন করেছে।’ বিএ-০৫