চেন্নাই'র এগুনোর সম্ভাবনা নেই : স্টিফেন ফ্লেমিং

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ২০, ২০২০
০৭:৪৪ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২০, ২০২০
০৭:৪৫ অপরাহ্ন



চেন্নাই'র এগুনোর সম্ভাবনা নেই : স্টিফেন ফ্লেমিং

টানা হারে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস পড়ে আছে পয়েন্ট তালিকার তলানিতে। নামীদামী তারকাদের নিয়ে ১০ ম্যাচে মাত্র তিনটা জিততে পেরেছে তারা। সোমবার রাতে রাজস্থান রয়্যালসের কাছে হারার পর তাদের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং আর রাখঢাক রাখেননি। অকপটে বলে দিয়েছেন এই দলের আর এগুনোর শক্তি-সম্ভাবনা নেই।
আবুধাবিতে মন্থর উইকেটে আগে ব্যাট করে মাত্র ১২৫ রান করেছিল চেন্নাই। ১৫ বল আগে ওই রান তাড়া করে ৭ উইকেটে জিতে যায় স্টিভেন স্মিথরা। দলকে জেতাতে ৪৮ বলে ৭০ রানের ইনিংস খেলেন জস বাটলার।
টুর্নামেন্টের এই অবস্থা থেকে পরের রাউন্ডে যাওয়ার হিসেব খাতায় কলমেই কেবল আছে তাদের। ফ্লেমিং ড্রেসিং রুমেও খেলোয়াড়দের মধ্যে দেখতে পাচ্ছেন না বিশ্বাস। সবার মধ্যেই হাল ছেড়ে দেওয়ার একটা ভাব দেখে হতাশ নিউজিল্যান্ডের সাবেক এই অধিনায়ক। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জানালেন বাস্তব ছবি, ‘টেবিলের দিকে যদি তাকাই তাহলেই বলতেই হয় দলের সব শক্তি ফুরিয়ে গেছে।’
কেন এমনটা হচ্ছে। তার একটা ব্যাখ্যাও আছে ফ্লেমিংয়ের কাছে। দলের খেলোয়াড়দের বয়স বেড়ে যাওয়া আর নতুন কন্ডিশনের অভ্যস্ততাকে দায়ী করছেন তিনি,  ‘আপনি যদি গত তিন বছরের চক্র দেখেন। আমরা প্রথমটায় জিতলাম, গত বছর শেষ বলে গিয়ে হারলাম। এবং সব সময়ই বলেছি বয়স্ক স্কোয়াড নিয়ে তৃতীয় বছরটা কঠিন হবে। নতুন চাহিদার সঙ্গে মানাতে সংযুক্ত আরব আমিরাত আমাদের জন্য চ্যালেঞ্জিং হয়ে গেছে।’
এএন/০৫