সাইফুদ্দিনের বোলিং নৈপুণ্যে ১৬৫ রানে অলআউট শান্তরা

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ২১, ২০২০
০৮:৩২ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২১, ২০২০
০৮:৪০ অপরাহ্ন



সাইফুদ্দিনের বোলিং নৈপুণ্যে ১৬৫ রানে অলআউট শান্তরা

জাতীয় দলের তারকা বোলা মোহাম্মদ সাইফুদ্দিনের বোলিং নৈপুণ্যে মাত্র ১৬৫ রানে অলআউট হয়েছে নাজমুল হাসান শান্ত একাদশ। টুর্নামেন্টে প্রথম বোলার হিসেবে সাইফুদ্দিন তুলে নিয়েছেন ৫ উইকেট। সাইফুদ্দিনের তোপের মাঝে রান পেয়েছেন ছন্দে থাকা দুই ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও আফিফ হোসেন।
বুধবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টির কারণে খেলা নেমে আসে ৪১ ওভারে। তবে শান্ত একাদশ খেলতে পারেনি পুরো ওভার। ৯ বল আগেই ১৬৫ রানে গুটিয়ে গেছে তারা। বিসিবি প্রেসিডেন্ট’স কাপের ফাইনালে কারা খেলবে তা নির্ভর করছে এই ম্যাচের উপরই। শান্ত একাদশ অলআউট হয়ে যাওয়ায় ডি/এল মেথডে ম্যাচ জিততে ১৬৪ রান করলেই চলবে তামিম একাদশের।
২৬ রানে ৫ উইকেট নিয়েছেন সাইফুদ্দিন। ৩ উইকেট নিতে মোস্তাফিজ দিয়েছেন ৩৬ রান।
২৫ রানে ৩ উইকেট পড়ার পর জুটি বাধে মুশফিকুর রহিম ও আফিফ হোসেন করেন ৯০ রান। তারা ৭ ওভার ব্যাট করার পর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে নামে তুমুল বৃষ্টি। দীর্ঘ সময় বন্ধ থাকে খেলা। দেড়টায় শুরু হওয়া ম্যাচ ১৫ ওভার পরই পড়ে ছেদ। পরে বিকেল ৫টা ২০ মিনিটে ফের শুরু হয় ম্যাচ। খেলা নেমে আসে ৪১ ওভারে।
শান্ত একাদশ:   ৪১ ওভারে  ১৬৫    (ইমন ১০ , সৌম্য ৭,  শান্ত ৫, মুশফিক ৫১, আফিফ ৪০, হৃদয় ১৩, ইরফান ১১, নাসুম ১২* , রিশাদ ১, তাসকিন ২, আল-আমিন ১ ; সাইফুদ্দিন ৫/২৬ , শেখ মেহেদী ২/৩৪, খালেদ ০/৩৩, মোস্তাফিজ ৩/৩৬, শরিফুল ০/৩৬ )
এএন/০৮