সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ২১, ২০২০
০৭:৩২ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ২১, ২০২০
০৭:৩৮ অপরাহ্ন
বিসিবি প্রেসিডেন্ট’স কাপে থেকে তাসকিন আহমেদ ঝলকে বিদায় নিয়েছে তামিম একাদশ।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচের শেষ দিকে ৭ রানের নাটকীয় জয়ে ফাইনাল নিশ্চিত করেছে নাজমুল হোসেন শান্ত একাদশ।
বুধবার বৃষ্টির কারণে ৪১ ওভারে নেমে আসা ম্যাচে প্রথমে ব্যাট করে ১৬৫ রানে গুটিয়ে গিয়েছিল শান্তরা। ডি/এল মেথডে তাই জিততে হলে ১৬৪ করলেই চলত তামিমদের। কিন্তু সহজ সমীকরণের ম্যাচটি হেরে যায় তামিমরা। ২৩ অক্টোবর ফাইনালে শান্ত একাদশ পাচ্ছে মাহমুদউল্লাহ একাদশকে।
সংক্ষিপ্ত স্কোর
শান্ত একাদশ: ৪১ ওভারে ১৬৫ (মুশফিক ৫১, আফিফ ৪০। সাইফুদ্দিন ৫/২৬, শেখ মেহেদী ২/৩৪)।
তামিম একাদশ: ৪০.৪ ওভারে ১৫৬ (তামিম ৫৭, অঙ্কন ২২, মিঠুন ২৯। তাসকিন ৪/৩৬)।
এএন/০১