গোলাপগঞ্জে মোটরসাইকেল চুরি

গোলাপগঞ্জ প্রতিনিধি


অক্টোবর ২৩, ২০২০
১২:০৭ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ২৩, ২০২০
১২:০৭ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে মোটরসাইকেল চুরি

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণে ব্র্যাক অফিসের সামনে থেকে ওই অফিসের এক কর্মকর্তার মোটরসাইকেল চুরি হয়েছে। গতকাল বুধবার (২১ অক্টোবর) রাত ৮টায় এ চুরির ঘটনাটি ঘটে।

চুরি হওয়া ১২৫ সিসি ব্ল্যাক হোন্ডা সাইন মোটরসাইকেলটির নম্বর নেত্রকেনা-HA- ১২-৩১৪৬ ও চেসিস নম্বর PSOJC7290FH204718।

মোটরসাইকেলের আবুল বাশার বলেন, 'বুধবার সন্ধ্যা ৭টার দিকে আমার মোটরসাইকেলটি অফিসের সামনে রেখে অফিসিয়াল কাজে অফিসের ভেতরে প্রবেশ করি। পরে রাত ৮টায় বের হয়ে দেখি নির্দিষ্ট স্থানে আমার গাড়িটি নেই। অনেক খোঁজাখুঁজির পরও মোটরসাইকেলের কোনো সন্ধান না পেয়ে গোলাপগঞ্জ মডেল থানায় জিডি করেছি।

 

এফএম/আরআর-১১