সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ২৩, ২০২০
০৭:৪৫ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ২৩, ২০২০
০৭:৪৫ অপরাহ্ন
ভারতের বিশ্বকাপ জয়ী সাবেক ক্রিকেট অধিনায়ক কপিল দেব হৃদরোগে আক্রান্ত। তাকে দক্ষিণ দিল্লির হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১৯৮৩ সালে কপিলের নেতৃত্বেই ভারতীয় ক্রিকেট দল প্রথমবারের মতো ওয়ানডে ক্রিকেটের বিশ্বকাপ জিতেছিল।
ক্রিকেট ধারাভাষ্যকার হর্ষ ভোগলা এক টুইট বার্তায় কপিল দেবের দ্রুত আরোগ্য কামনা করে লিখেন- ‘বিশাল হৃদয়ের মানুষ কপিল দেবের আশু রোগমুক্তি কামনা করছি। আপনার এখনো অনেক কিছু করার আছে অলরাউন্ডার।’
কপিল দেবকে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার মানা হয়। ১৩১ টেস্টে তিনি ৪৩৪ উইকেট এবং ৫,২৪৮ রান করেছেন। ২২৫টি ওয়ানডে ম্যাচে তার উইকেট সংখ্যা ২৫৩ এবং রান করেছেন ৩৭৮৩।
এএন/০৩