সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ২৪, ২০২০
০৮:০৬ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ২৪, ২০২০
০৮:০৬ পূর্বাহ্ন
দীর্ঘদিন ধরেই পেছনে হাঁটছে বাংলাদেশ ফুটবল। আন্তর্জাতিক অঙ্গনে নেই সাফল্য। চতুর্থ মেয়াদে কিছুদিন আগে ক্ষমতায় এসেছে কাজী সালাউদ্দিনের নেতৃত্বাধীন প্যানেল। সামনে রয়েছে আন্তর্জাতিক ম্যাচ। তার আগে ফিফা র্যাঙ্কিংয়ে অবস্থার পরিবর্তন হয়নি বাংলাদেশের।
বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে কোন বদল হয়নি। ফিফা র্যাঙ্কিংয়ে আগের ১৮৭তম স্থানেই আছে জামাল ভূঁইয়ার দল।
দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের র্যাঙ্কিংয়ে পরিবর্তন হয়েছে। এক ধাপ উন্নতি হয়ে বর্তমানে ভারতের র্যাঙ্কিং ১০৮। এরপরই রয়েছে মালদ্বীপ। ১৫৫ নম্বরে তারা। নেপাল ১৭০তম স্থানে। তাদের পরই বাংলাদেশ। তবে ভুটানও এগিয়ে আসছে। ১৮৯তম স্থানে তারা। ২০০তম দল পাকিস্তান। শ্রীলঙ্কার অবস্থান ২০৬তম।
এ অবস্থায় আসছে ১৩ ও ১৭ নভেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। যেখানে প্রতিপক্ষ নেপাল। এ দুটি ম্যাচ জিতলে বাংলাদেশের রেটিং পয়েন্ট বাড়বে।
র্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে বেলজিয়াম। এরপরই ফ্রান্স। তিন নম্বরে ব্রাজিল। চারে ইংল্যান্ড, এরপর পর্তুগাল। ৬ নম্বরে স্পেন ও ৯ নম্বরে আর্জেন্টিনা।
এএন/০৫