সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ২৪, ২০২০
০৬:৪১ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ২৪, ২০২০
০৬:৪১ পূর্বাহ্ন
দেশের ক্রীড়াঙ্গণের ঘরোয়া প্রায় সব আসরেই বাংলাদেশ আনসারের আধিপত্য চোখে পড়ার মতো। এতদিন বিভিন্ন ক্রীড়া ডিসিপ্লিনে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেও এবার তায়কোয়ান্ডোতেও চ্যাম্পিয়ন হয়েছে সার্ভিসেস দলটি। শুক্রবার মোহাম্মদপুর তায়কোয়ান্ডো ক্লাবে শেষ হওয়া দু’টি ব্যাপী মুজিববর্ষ ফেডারেশন কাপ তায়কোয়ান্ডো প্রতিযোগিতায় পুরুষ ও নারী দু’বিভাগে আটটি করে করে স্বর্ণ ও রুপা এবং দু’টি ব্রোঞ্জপদক জিতে দলগতভাবে চ্যাম্পিয়ন হয় আনসার। তিনটি স্বর্ণ, চারটি রুপা ও পাঁচটি ব্রোঞ্জপদক জিতে রানার্সআপ হয় বাংলাদেশ পাটকল কর্পোরেশন (বিজেএমসি)। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-মহাপরিচালক মো. নুরুল হাসান ফরিদী। এ সময় আনসারের সহকারী পরিচালক (ক্রীড়া ও সংস্কৃতি) রায়হান উদ্দিন ফকির, ফেডারেশনের সভাপতি কাজী মোর্শেদ হোসেন কামাল ও সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে ১০টি সার্ভিসেস দলের প্রায় দেড়শ’জন তায়কোয়ান্ডোকা অংশ নেন।
এএন/০৭