সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ২৫, ২০২০
০৮:১৮ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ২৫, ২০২০
০৮:১৮ পূর্বাহ্ন
ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের সুস্থতায় প্রার্থনা করছেন বিশ্ব ক্রিকেট মহল। হৃদরোগে আক্রান্ত হয়ে গত ২২ অক্টোবর হাসপাতালে ভর্তি হন তিনি। অবস্থা গুরুতর দেখে সেদিন রাতেই অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয় তার। লীনা ঠাকরে নামে ভারতের এক ক্রীড়া সাংবাদিক কপিলের অসুস্থতার কথা প্রথম টুইট করলে, দেশটির ক্রীড়ামহলে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
৬১ বছর বয়সী এ ভারতীয় কিংবদন্তির সুস্থতায় প্রার্থনা করে বিশ্বক্রিকেট মহল।
প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হার্টঅ্যাটাক করেছিলেন কপিল। দিল্লির একটি হাসপাতালে কার্ডিয়াক সার্জারি হয়েছে তার। আর সফল অস্ত্রোপচারের পর হাসপাতালের বিছানায় বেশ ভালো আছেন কপিল। দ্রুতই অবস্থার উন্নতি হচ্ছে এই লিজেন্ডের। আগামী কয়েক দিনের মধ্যেই সুস্থভাবে বাড়ি ফিরতে পারবেন তিনি।
এরই মধ্যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নিজের সেরে ওঠার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন কপিল নিজেই।
হাসপাতালের বেডে শুয়েই টুইটারে পোস্ট দিলেন। সেখানে তাকে বুড়ো আঙুল উঁচিয়ে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা গেছে।
টুইটবার্তায় কপিল লিখেছেন– ‘হাই সকলকে, আমার মন খুব ভালো আছে, আর আমি সেরে উঠছি। দ্রুত সেরে ওঠার পথেই রয়েছি আমি। আমার গলফ খেলায় ফেরার জন্য আর তর সইছে না। আপনারা সবাই আমার পরিবারের অংশ।’
১৯৮৩ সালে ভারতের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ছিলেন কপিল দেব। দেশের হয়ে ১৩১ টেস্ট খেলে ৫ হাজার ২৪৮ রান করেছেন কপিল। নিয়েছেন ৪৩৪ উইকেট। এ ছাড়া ২২৫ ওয়ানডে খেলে ২৫৩ উইকেট নেয়ার পাশাপাশি ৩ হাজার ৭৮৩ রান করেন।
এএন/০৪