সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ৩১, ২০২০
০৮:২১ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ৩১, ২০২০
০৮:২১ পূর্বাহ্ন
বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নভেম্বরের মাঝামাঝি ক্রিকেটারদের প্রস্তুতির জন্য টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নিয়েছে। তার নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু কাপ।
পাঁচটি দল নিয়ে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের জন্য স্পন্সর চেয়ে বিজ্ঞাপনও দেওয়া হয়েছে টাইগার ক্রিকেট ডটকমে। টিম স্পন্সর পাওয়া গেলে বঙ্গবন্ধু কাপ হতে পারে করপোরেট টুর্নামেন্ট।
বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী জানান, টুর্নামেন্টের ফরম্যাট ঠিক করা হবে স্পন্সর হওয়ার পর। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন কয়েকটি স্পন্সর প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে রেখেছেন। দুটি কোম্পানি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে দল নিতে আগ্রহী।
বাকি তিন দলের স্পন্সর পাওয়া গেলে জমজমাট টুর্নামেন্ট হতে পারে। সেক্ষেত্রে প্লেয়ার ড্রাফটে নিলামও হতে পারে। সব দলের স্পন্সর পাওয়া না গেলে বিসিবি নিতে পারে দু-একটি দল।
এএন/০৩