পাঞ্জাবকে সঙ্গী করে বিদায় নিল চেন্নাই

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ০১, ২০২০
১০:১২ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ০১, ২০২০
১০:১২ অপরাহ্ন



পাঞ্জাবকে সঙ্গী করে বিদায় নিল চেন্নাই

আগেই বিদায় নেওয়া চেন্নাই শেষ ম্যাচ জিতে পাঞ্জাবকেউ তাদের সঙ্গী করে।

আগেই বিদায় নেওয়া চেন্নাই সুপার কিংস শেষ ম্যাচে পাঞ্জাবকে হারিয়ে তাদের সঙ্গী করে শেষ করল এবারের আইপিএল। শেষ দিকে এসে অনেকটা চমক দেখাল  মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বাধীন দলটি। শেষ কয়েকটি ম্যাচে তাদের জয় একাধিক দলের প্লে অফে খেলার সুযোগ নষ্ট করে দিয়েছে। আগের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েছিল তিন বারের চ্যাম্পিয়নরা। আজ রবিবার কিংস ইলেভেন পঞ্জাবকে হারাল চেন্নাই। আর তার ফলে প্লে অফের স্বপ্ন শেষ হয়ে গেল পঞ্জাবের। প্রথমে ব্যাট করে পঞ্জাব করেছিল ৬ উইকেটে ১৫৩ রান। দলের প্রয়োজনে জ্বলে ওঠেন দীপক হুডা। ৩০ বলে ৬২ রানে অপরাজিত থেকে যান তিনি। অথচ এক সময়ে মনে হয়েছিল আরও কম রানে শেষ হয়ে যাবেন লোকেশ রাহুলরা। প্রথম ৬ ওভারের পরে ম্যাচের রং বদলে যায়। পর পর উইকেট যেতে থাকে পঞ্জাবের। রান তোলার গতি কমে যায়। পঞ্জাবের তারকা ব্যাটসম্যানরা আসল সময়ে ব্যর্থ হন। এই পরিস্থিতিতে দীপক হুডা রুখে দাঁড়ান। পাল্টা মারের খেলা শুরু করেন। তাঁর জন্যই শেষ পর্যন্ত লড়াই করার মতো রান করতে পারে পঞ্জাব। 

রান তাড়া করতে নেমে বেশ ভাল শুরু করে চেন্নাই। ফ্যাফ দু' প্লেসি এবং রুতুরাজ গায়কোয়াড় ৮২ রান করার পরে প্রথম  উইকেট হারায়। ৪৮ রানে দু' প্লেসিকে আউট করেন জর্ডন। ইনিংস এগিয়ে নিয়ে যান গায়কোয়াড় ও অম্বতি রায়ুডু। রুতুরাজকে শান্ত রাখতে পারেননি পঞ্জাব বোলাররা। টানা তিনটি ম্যাচে হাফ সেঞ্চুরি করেন তিনি। এ দিন ৬২ রানের দুরন্ত ইনিংস খেলেন রুতুরাজ। দু' প্লেসি আউট হওয়ার পরে রুতুরাজের সঙ্গে ৭২ রানের পার্টনারশিপ গড়েন রায়ুডুও (৩০)। ১৮.৫ ওভারে এক উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় চেন্নাই। 

এএন/১১