স্টেশন ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ০১, ২০২০
০৬:০৮ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ০২, ২০২০
০৯:০০ পূর্বাহ্ন



স্টেশন ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

সিলেট স্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার রাত ৮টায় ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করা হয়।

সিলেট স্টেশন ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন আহমদ চৌধুরী ও সাবেক সভাপতি মাহবুব আহমেদ চৌধুরী প্রতিযোগিতার উদ্বোধন করেন। সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে প্রথম দিন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন সামান মাহমুদ খান ও মাসুক আহমদ জায়গীদার।

ক্রীড়া বিভাগের সদস্য রাফী ইব্রাহিমের উপস্থাপনায় উপস্থিত ছিলেন, সহ সভাপতি আবু বকর হিরণ, বিনোদন বিভাগের সদস্য সুদীপ রঞ্জন সেন, আপ্যায়ন বিভাগের সদস্য মুফতি এ এস শামীম আহমদ, উপদেষ্টা পরিষদের সদস্য এ কে এম মামুনুর রশীদ, ক্লাব সদস্য মঞ্জুর আহমদ চৌধুরী, ডা. মকবুল হোসেন, সাব্বির আহমদ মোসান্না, আব্দুল হাদী আহাদ, ফজলে এলাহী চৌধুরী, শমসের রাসেল, সাহিদ হোসেন, এ এম. মিজানুর রহমান, সিদ্দিক জামাল উদ্দিন আলবেরুনী, গৌতম বণিক প্রমুখ।

এবারের ক্রীড়া প্রতিযোগিতায় ক্লাবের শতাধিক সদস্য অংশ নেবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরসি-০৬