সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ০২, ২০২০
০১:৪১ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ০২, ২০২০
০১:৪২ অপরাহ্ন
হাই পারফরম্যান্স (এইচপি) দলের অনুশীলন ম্যাচে আকবর আলীর সেঞ্চুরি আর শাহাদাত হোসেনে ৯৪ রানের কল্যাণে রানের পাহাড় গড়েছে `এ' দল। আজ সোমবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এইচপি দলের খেলোয়াড়দের দুই দলে ভাগ করে খেলা ম্যাচের প্রথম দিনে ৮০ ওভারে ৭ উইকেটে ৪০৬ রান তুলে ইনিংস ঘোষণা করেছে টিম 'এ'।
দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও শাহাদাত ইনিংসের শুরুটা করেন দারুণ। ৫৫ রানের জুটি গড়েন তারা। তামিমকে ব্যক্তিগত ৩৫ রানে থামান রেজাউর রহমান। এরপর মাহমুদুল হাসান জয়কে নিয়ে আরও একটি দারুণ জুটি গড়েন শাহাদাত। স্কোরবোর্ডে ৬২ রান যোগ করেন তারা। এরপর দ্রুতই দুটি উইকেত হারিয়ে ফেলে তারা। তবে চতুর্থ উইকেটে শাহাদাতের সঙ্গে ১৩৭ রানের জুটি গড়ে তোলেন আকবর। নোমানের বলে ক্যাচ দিয়ে ৯৪ রানে আউট হন শাহাদাত। তবে সেঞ্চুরি তুলে নেন আকবর। শামিম পাটোয়ারিকে নিয়ে ১২০ রানের আরও একটি দারুণ জুটি গড়েন তিনি। ১৩৭ বলে সেঞ্চুরি তুলে নেওয়া আকবর ১৬১ বলে করেন ১৩৬ রান। শাহিন আলমের বলে আউট হওয়ার আগে ২০টি চার ও ২টি ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি। ৪৬ বলে ৮টি চার ও ৩টি ছক্কায় ৬৭ রান করা শামীমও আউট হন শাহিনের বলে।
টিম 'বি'য়ের হয়ে ২টি করে উইকেত নিয়েছেন শরিফুল, রেজাউর ও শাহিন।
টিম 'এ': ৮০ ওভারে ৪০৬/৭ ইনিংস ঘোষণা (তানজিদ ৩৫, শাহাদাত ৯৪, মাহমুদুল ৩০, আফিফ ১২, আকবর ১৩৬, শামীম ৬৭, সুমন ৯, রকিবুল ২*, মুকিদুল ১*; শরিফুল ২/১০২, নোমান ১/৫০, রেজাউর ২/৬৩, শাহিন ২/৭১, তানভির ০/৮২, রিশাদ ০/৩৬)।
এএন/০৪