সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ০২, ২০২০
০৬:৫৯ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ০২, ২০২০
০৬:৫৯ অপরাহ্ন
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মাশরাফি বিন মর্তুজার খেলা নিয়ে অনিশ্চিয়তা দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে মাঠের বাইরে রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক। অন্যান্য ক্রিকেটাররা যেখানে অনুশীলন শুরু করে দিয়েছেন সেখানে ৩৭ বছর বয়সী ‘নড়াইল এক্সপ্রেস’ এখনো মাঠে নামতে পারেননি।
খেলতে পারেননি বিসিবি প্রেসিডেন্টস কাপেও। তবে চলতি মাসে শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলার কথা মাশরাফির। অবশ্য সেখানেও খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। দৌড়াতে গিয়ে কয়েকদিন আগে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন মাশরাফি। তবে এখনও চিকিৎসা শুরু করতে পারেননি তিনি।
গতকাল সোমবার এমনটি জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবশীষ চৌধুরী। তিনি জানান, হ্যামস্ট্রিংয়ের সামান্য ইনজুরি থেকে সেরে উঠতে সময় লাগে ২১ দিন। তবে মাশরাফি কোয়ারেন্টিনে থাকায় এখনও স্ক্যান করাতে পারেননি। তাই আপাতত কোনোকিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না।
প্রধান চিকিৎসক বলেন, ' আমরা ওকে (মাশরাফি) শারীরিকভাবে দেখতে পাচ্ছি না। জাতীয় দলের ফিজিও জুলিয়ান মাশরাফির সঙ্গে ভার্চুয়ালি যোগাযোগ রাখছেন। তাঁর কোয়ারেন্টিন শেষ হলে আমরা স্ক্যান করবো। হ্যামস্ট্রিং ইনজুরি খুব ছোট হলেও সেরে উঠতে তিন সপ্তাহের মতো লেগে যায়। এরপর তো তাকে ফিটনেসে ফিরতে হবে, সেটার জন্য আলাদা সময় দিতে হবে।'
মাশরাফির পুত্র ও কন্যা করোনা আক্রান্ত হওয়ায় বর্তমানে কোয়ারেন্টিনে রয়েছেন তিনি। কোয়ারেন্টিন শেষ হলেই স্ক্যান করানোর পর পুরো বিষয়টা বোঝা যাবে। বঙ্গবন্ধু কাপ খেলতে হলে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট দিয়েই খেলতে হবে, সেটাও জানিয়ে দিয়েছে নির্বাচকরা। এই অবস্থায় মাশরাফি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলবেন কিনা সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
এএন/০২