মৃত ব্যক্তির নামে ভোট!

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ০৪, ২০২০
০২:৪৭ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ০৪, ২০২০
০২:৪৮ পূর্বাহ্ন



মৃত ব্যক্তির নামে ভোট!

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির নির্বাচন কর্তৃপক্ষের কাছে মৃত ব্যক্তির নামে ব্যালট পাঠানো হয়েছে বলে দাবি করা হয়েছে। দেশটির সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, স্টাটেন দ্বীপে বসবাসকারী নিবন্ধিত ডেমোক্র্যাট ফ্রান্সিস রেকসোর নামে এই ব্যালট পাঠানো হয়েছে। আট বছর আগে ২০১২ সালে মারা যাওয়া ওই ব্যক্তির ভোট ইতোমধ্যে বৈধ ঘোষণা করা হয়েছে বলে দাবি করেছে নিউ ইয়র্কভিত্তিক এই সংবাদমাধ্যমটি।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মঙ্গলবার আনুষ্ঠানিক ভোটগ্রহণ শুরু হয়েছে। বাংলাদেশ সময় বিকেল ৪টা থেকে দেশটিতে প্রথম ভোটগ্রহণ শুরু হয়। তবে এবারে রেকর্ড সংখ্যক প্রায় দশ কোটি ভোটার আগাম ভোট দিয়ে ফেলেছেন। আগাম ভোটের বেশিরভাগই এসেছে ডাকযোগে।

রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডাকযোগে ভোটের বিরোধিতা করে আসছেন। তবে করোনাভাইরাস মহামারির কারণে ডাক ভোট দিতে সমর্থকদের উৎসাহ জুগিয়ে আসছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।

নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, ২০১২ সালে মারা যাওয়া ফ্রান্সিস রেকসোর নামে পাঠানো ভোট ৮ অক্টোবর সেই ভোট বৈধ হিসেবে নিবন্ধনও করে ইলেকশন বোর্ড। পরে অভিযোগ সামনে আসার পর বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে নির্বাচনী কর্তৃপক্ষ।

 

এএফ/০২