সালমা-জাহানারার আইপিএল আজ শুরু

ক্রীড়া প্রতিবেদক


নভেম্বর ০৩, ২০২০
০৯:০৫ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ০৩, ২০২০
০৯:০৫ অপরাহ্ন



সালমা-জাহানারার আইপিএল আজ শুরু

সংযুক্ত আরব আমিরাতের তিন মাঠে জমজমাট আইপিএলের লিগ পর্ব শেষ হলো গতকাল মঙ্গলবার। শেষ ম্যাচে মুম্বাইকে হারিয়ে প্লে অফে খেলা নিশ্চিত করল সানরাইজার্স হায়দারাবাদ। বিদায় নিয়েছে কলকাতা, চেন্নাই, পাঞ্জাব ও রাজস্থান। প্লে অফের চার দলের মধ্যে আগামীকাল বৃহস্পতিবার কোয়ালিফায়ারে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস। পরের দিন এলিমিনেটরে হায়দারাবাদের প্রতিপক্ষ ব্যাঙ্গালোর।

এদিকে, আজ বুধবার থেকে শুরু হচ্ছে মেয়েদের আইপিএল। তিনটি দলের টুর্নামেন্টের সুবগুলো ম্যাচ হবে শারজায়। দল তিনটি হচ্ছে সুপারনোভাস, ট্রেলব্লেজার্স ও ভেলোসিটি।

মেয়েদের আইপিএল দিয়ে ভারতীয় মহিলা দলের ক্রিকেটাররা আজ মাঠে ফিরছেন। বাংলাদেশ মহিলা দলের সাবেক কোচ ঝুলন গোস্বামী স্মৃতি মান্ধানার নেতৃত্বে ট্রেলব্লেজার্স দলে খেলবেন। এছাড়াও, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের নারী ক্রিকেটাররা অংশ নিচ্ছেন। এবার মহিলাদের আইপিএলে প্রথমবার থাইল্যান্ডের একজন ক্রিকেটার খেলবেন। ট্রেলব্লেজার্সে হয়ে মাঠে নামবেন থাইল্যান্ডের নত্তহাকম চন্তম। একই দলে আছেন বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের সালমা খাতুন। বাংলাদেশের আরেক নারী ক্রিকেটার জাহানারা আলম রয়েছেন ভেলোসিটি দলে। এটি তার মেয়েদের দ্বিতীয় আইপিএল। আজ বুধবার শুরু হচ্ছে জাহানারার আইপিএল।

বাংলাদেশ সময় রাত ৮টায় উদ্বোধনী ম্যাচে হরমনপ্রিত কউরে নেতৃত্বাধীন সুপারনোভাসের বিপক্ষে খেলবে মিতালি রাজ ভেলোসিটি। আগামীকাল একই সময়ে স্মৃতি মান্ধনার নেতৃত্বে ট্রেলব্লেজার্স খেলবে ভেলোসিটির বিপক্ষে। ৭ নভেম্বর ট্রেলব্লেজার্স মুখোমুখি হবে সুপারনোভাসের। পয়েন্টের শীর্ষ থাকা দু'টি দল ফাইনাল খেলবে ৯ নভেম্বর।

এএন/০২