ব্যাটল গ্রাউন্ড টেক্সাসে ট্রাম্পের জয়, ব্যবধান কমে ১১

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ০৪, ২০২০
০১:৪৩ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ০৪, ২০২০
০১:৪৩ অপরাহ্ন



ব্যাটল গ্রাউন্ড টেক্সাসে ট্রাম্পের জয়, ব্যবধান কমে ১১

 

শুরুতে কিছুটা পিছিয়ে থাকলেও সময়ের সাথে সাথে জয়ের সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে ট্রাম্পের। এখন পর্যন্ত পাওয়া ফলাফলে মাত্র ১১টি ইলেকটোরাল ভোটে পিছিয়ে আছেন ট্রাম্প। বেশ কয়েকটি রাজ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে। বেশি ইলেকটোরাল ভোট রয়েছে এমন কয়েকটি রাজ্যে এগিয়ে আছেন ট্রাম্প। ফলে পিছিয়ে থাকলেও নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা বেশি ট্রাম্পের।

এরই মধ্যে বড় জয়ের পূর্বাভাস দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। নিজের সামর্থ্য ও বক্তব্য তুলে ধরতে রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন বলে জানিয়েছেন।

অপর এক স্ট্যাটাসে প্রতিপক্ষ ডেমোক্রেটদের কটাক্ষ করে ট্রাম্প লিখেছেন, 'আমরা বড় ব্যবধানে এগিয়ে রয়েছি, তবে তারা নির্বাচনকে চুরি করার চেষ্টা করছে। আমরা কখনই তাদের এটি করতে দেব না। পোল বন্ধ হওয়ার পরে ভোট দেওয়া যাবে না।'

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী বাইডেন পেয়েছেন ২২৪টি ইলেকটোরাল ভোট। অপরদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৩টি ইলেকটোরাল ভোট। তবে বেশ কয়েকটি রাজ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে। বেশি ইলেকটোরাল ভোট রয়েছে এমন কয়েকটি রাজ্যে এগিয়ে আছেন ট্রাম্প।

বিশেষ করে জার্জিয়া, পেনসিলভানিয়া, নর্থ ক্যারোলিনার মতো রাজ্যে সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে আছেন ট্রাম্প। ফলে সার্বিক ফলাফলে তাঁর জয়ের সম্ভাবনাই সবচেয়ে বেশি। জর্জিয়ায় ইলেকটোরাল ভোট আছে ১৬টি, পেনসিলভানিয়ায় ২০টি, নর্থ ক্যারোলিনায় ১৫টি, মিশিগানে ১৬টি, উইসকনসিনে ১০টি। এসব রাজ্যগুলোর সবকটিতে ট্রাম্পের জয়ের সম্ভাবনা রয়েছে।

জো বাইডেন এগিয়ে রয়েছেন এরিজোনা, মিনিসোটা ও মেইন রাজ্যে। এগুলোর মধ্যে এরিজোনায় ইলেকটোরাল ভোট রয়েছে ১১টি, মিনিসোটাতে ১০টি এবং মেইনে ৪টি। এই রাজ্যগুলোর সবকটিতে জয় পেলেও বাইডেনের ঝুলিতে জমা পড়বে ২৪০ ইলেকটোরাল ভোট। প্রেসিডেন্ট হতে প্রয়োজন ২৭০ ভোট।

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে একসঙ্গে ভোট হলেও মূলত সবার নজর থাকে ব্যাটলগ্রাউন্ড খ্যাত কয়েকটি অঙ্গরাজ্যের দিকে। এগুলোকে বলা হয় সুইং স্টেট। নির্বাচনী ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এসব অঙ্গরাজ্য।

এ বছর আটটি অঙ্গরাজ্যকে সুইং স্টেট বলা হচ্ছে। এগুলো হলো ফ্লোরিডা, পেনসিলভানিয়া, ওহাইও, মিশিগান, উইসকনসিন, আইওয়া, অ্যারিজোনা ও নর্থ ক্যারোলাইনা।

 

এএফ/০৫