সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ০৪, ২০২০
০৮:০৫ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ০৪, ২০২০
০৮:০৫ পূর্বাহ্ন
বাবর আজম ও ওয়াহাব রিয়াজের শতরানের জুটিও দলের জয় নিশ্চিত করতে পারেনি।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে সুপার ওভারে পাকিস্তানকে হারিয়েছে জিম্বাবুয়ে। পাকিস্তান এবং জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচে নির্ধারিত ওভারে জমজমাট লড়াই শেষে জয় পায়নি কোন দলই। মঙ্গলবার ম্যাচটি টাই হয়েছে।
উত্তেজনাপূর্ণ এই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে সেন উইলিয়ামসের সেঞ্চুরিতে ৬ উইকেটে ২৭৮ রান করে জিম্বাবুয়ে। সেন উইলিয়ামস ১৩৫ বলে ১১৮ রান করেন।
এছাড়া ব্রেন্ডন টেইলর ৫৬ এবং সিকান্দার রাজা ৪৫ রান করেন যা জিম্বাবুয়েকে বড় সংগ্রহ পেতে সাহায্য করে। পাকিস্তানের মোহাম্মদ হাসনাইন ১০ ওভারে মাত্র ২৬ রানে ৫টি উইকেট লাভ করেন।
জবাব দিতে নেমে শুরুতেই বিপদে পরে পাকিস্তান। তবে বাবর আজমের সেঞ্চুরি এবং ওহাব রিয়াজের অর্ধশতকের সুবাধে ৫০ ওভারে ২৭৮ রানেই থামে পাকিস্তান। বাবর আজম ১২৫ এবং ওহাব রিয়াজ ৫২ রান করেন।
এরপর খেলা গড়ায় সুপার ওভারে। সেখানে মুজারাবানির দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৪ বলের মধ্যেই দুই উইকেট হারায় পাকিস্তান। বাকি দুই বলে করে মাত্র ২ রান।
৩ রানের জবাবে ব্যাটিং করতে নেমে শাহীন আফ্রিদির প্রথম বলে এক রান নেন টেইলর। দ্বিতীয় বলে কোন রান নিতে পারেনি রাজা। তবে তৃতীয় বলেই চার মেরে খেলা শেষ করে দেন রাজা।
এএন/০৭