হেরে গেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডোনা

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ০৪, ২০২০
০৯:১৬ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ০৪, ২০২০
০৯:১৬ অপরাহ্ন



হেরে গেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডোনা

হাউজ অফ রিপ্রেজেনটেটিভসের সদস্য হতে টেক্সাসের ডিস্ট্রিক্ট ৩১ থেকে লড়াইয়ে হেরে গেলেন বাংলাদেশি-আমেরিকান ডোনা ইমাম।

ডোনা হেরেছেন বর্ষীয়ান রিপাবলিকান রাজনীতিবিদ জন কার্টারের কাছে। কার্টার ২ লাখের বেশি ভোট পেয়েছেন। সেখানে ডোনা পেয়েছেন প্রায় পৌনে দুই লাখ।

মঙ্গলবার সকালে শুরু হয় বহুল আলোচিত এবারের প্রেসিডেন্ট নির্বাচন। করোনা মহামারির কারণে রেকর্ডসংখ্যক পোস্টাল ভোট পড়ে এবার।

মার্কিন নির্বাচনে এবার পাঁচজন বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিবিদ অংশ নিয়েছেন। টেক্সাসের অস্টিন থেকে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে একমাত্র বাংলাদেশি প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক দলের প্রার্থী ছিলেন এই ডোনা ইমাম। জর্জিয়া অঙ্গরাজ্যের স্টেট সিনেটর শেখ রহমান, নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের হাউজ অব রিপ্রেজেনটেটিভ আবুল বি. খান ও পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের অডিটর জেনারেল পদপ্রার্থী ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার উপদেষ্টা ড. নীনা আহমেদ।

এ ছাড়া রয়েছেন ড. এমডি রাব্বি আলম মিশিগান স্টেট থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাউস অব রিপ্রেজেনটেটিভ পদে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া ফলাফলে দেখা গেছে, নীনা আহমেদ বেশ পিছিয়ে রয়েছেন।

 

এ সংক্রান্ত অন্য সংবাদ পড়ুন-

 

 

এএফ/১১