নীরবেই বিদায় : সিলেটেই ইতি স্যামুয়েলসের

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ০৪, ২০২০
০১:৫৯ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ০৪, ২০২০
০১:৫৯ অপরাহ্ন



নীরবেই বিদায় : সিলেটেই ইতি স্যামুয়েলসের

নীরবেই ক্রিকেট ছাড়লেন ওয়েস্ট ইন্ডিজকে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের নায়ক মারলন স্যামুয়েলস। তিনিই একমাত্র ক্রিকেটার দুটি বিশ্বকাপের ফাইনালে ম্যাচ সের হয়েছেন। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাহী জনি গ্রেভের বরাতে এ খবর দিয়েছে ক্রিকইনফো।

ফলে সিলেটেই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি হলো স্যামুয়েলসের। ২০১৮ সালের ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে সিলেটে ওয়েস্ট ইন্ডিজের হয়ে শেষ ম্যাচ খেলেন এই ব্যাটসম্যান।

২০১২ সালের ফাইনালে কলম্বোতে নাটকীয় ঢঙে ব্যাট করেন তিনি। আগে ব্যাট করা ওয়েস্ট ইন্ডিজ প্রথম ১০ ওভারে তুলেছিল মাত্র ৩২ রান। স্যামুয়েলস অপরাজিত ছিলেন ৩২ বল খেলে ২০ রান করে। কিন্তু পরের ১০ ওভারেই বদলে ফেলেন রূপ। ৫৬ বলে করেন ৭৮ রান। দলকে ১৩৭ রানে নিয়ে যান। শ্রীলঙ্কাকে ১০১ রানে গুটিয়ে দিতে ১৫ রানে নেন ১ উইকেট। চার বছর পর কলকাতার ইডেন গার্ডেনে ইংল্যান্ডকে হারাতে খেলেছিলেন ৬৬ বলে ৮৫ রানের ইনিংস।

২১ বছর বয়েসী টেস্ট অভিষেকে ইডেন গার্ডেনে সেঞ্চুরি করেছিলেন স্যাম্যুয়েলস। ৭১ টেস্টের ক্যারিয়ার ৩ হাজার ৯১৭ রান করেছেন ৩২.৬৪ গড়ে। ক্যারিবিয়ানদের হয়ে ২০৭ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে ৫ হাজার ৬০৬ রান তার। ৬৭ টি-২০ ক্যারিয়ারে আছে ১ হাজার ৬১১ রান।

২০১৫ বিশ্বকাপে ক্রিস গেইলের সঙ্গে জিম্বাবুয়ের বিপক্ষে গড়েছিল ৩৭২ রানের জুটি। ওয়ানডেতে এখনো যা যেকোনো উইকেটে রেকর্ড জুটি হয়ে টিকে আছে। সব সংস্করণ মিলিয়ে ১৭ সেঞ্চুরিতে ১১ হাজার ১৩৪ রান করেন এই ডানহাতি ব্যাটসম্যান। অফ স্পিন বোলিংয়ে নিয়েছেন ১৫২ উইকেট।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে একাধিক আসরে খেলেন তিনি।

এএন/০৮