ভোটের পরদিন যুক্তরাষ্ট্রে করোনার রেকর্ড সংক্রমণ

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ০৫, ২০২০
১০:২৯ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ০৫, ২০২০
১০:২৯ অপরাহ্ন



ভোটের পরদিন যুক্তরাষ্ট্রে করোনার রেকর্ড সংক্রমণ

ভোটের ডামাডোলের মধ্যেই স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রে রেকর্ডসংখ্যক করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। মঙ্গলবার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এর পরদিনই দেশটিতে রেকর্ড এক লাখ দুই হাজার ৫৯১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হন।

করোনা সংক্রমণের কারণে যুক্তরাষ্ট্রে এবার রেকর্ডসংখ্যক ভোটার আগাম ভোট দিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স এক দিনে এক লাখ দুই হাজার ৫৯১ জনের আক্রান্ত হওয়ার তথ্য দিলেও ওয়ার্ল্ডওমিটার জানিয়েছে, দেশটিতে ২৪ ঘণ্টায় এক লাখ আট হাজার ৩৮৯ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। একই সময় মারা গেছেন এক হাজার ২০১ জন।

এর আগে যুক্তরাষ্ট্রে এক দিনে সর্বোচ্চ এক লাখ ২৩৩ করোনা রোগী শনাক্ত হয়েছিলেন। এ রেকর্ডটি হয়েছিল গত ৩০ অক্টোবর। সাম্প্রতিক সময়ে দেশটিতে করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী ধারা লক্ষণীয়। ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার প্রেসিডেন্ট নির্বাচনের দিন যুক্তরাষ্ট্রে ৯৪ হাজার ৪৬৭ জন করোনা রোগী শনাক্ত হন। এদিন মারা যান এক হাজার ১৮৭ জন। আগের দিন সোমবার ৮৯ হাজার চারজন নতুন করোনা রোগী শনাক্ত হন। মারা যান ৫২০ জন।

করোনায় বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা ৯৮ লাখ এক হাজার ৩৫৫। দেশটিতে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন দুই লাখ ৩৯ হাজার ৮২৯ জন।

 

এএফ/১০