সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ০৬, ২০২০
১২:৫৩ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ০৬, ২০২০
১২:৫৩ অপরাহ্ন
আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে সরকারি তহবিল থেকে দেড় মিলিয়ন ডলার বা সাড়ে ১৬টি টাকা পেয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই)। দেশটির সরকারের করোনা রেসকিউ ফান্ড থেকে পুরস্কার হিসেবে এই টাকা দেয়া হয়েছে ক্রিকেট আয়ারল্যান্ডকে।
করোনাভাইরাসের কারণে আয়ারল্যান্ড ক্রিকেটের পুরো গ্রীষ্ম মৌসুমের ঘরোয়া সূচি বাতিল হয়ে গেছে। গত মার্চে লকডাউন শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত শুধুমাত্র ইংল্যান্ডের মাটিতে তিনটি ওয়ানডে খেলেছে আইরিশরা। তাদের নারী দল এখনও মাঠে ফিরতে পারেনি।
ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রম জানিয়েছেন, ক্রিকেট বোর্ডের জন্য এই আর্থিক সাহায্য অনেক বেশি জরুরি ছিল। এটি শুধু জাতীয় দল নয়, বরং তৃণমূল পর্যায়ের ক্রিকেটেও অনেক সাহায্য করবে।
সম্প্রতি ২০১৯ সালের বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। একটি সাইবার ক্রাইমজনিত সমস্যায় পৌনে দুই লাখ ডলার ক্ষতি হলেও, বার্ষিক হিসেবে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের ক্ষতির পরিমাণ মাত্র ৯৭৯৭ পাউন্ড বা ১০ লাখ টাকার কাছাকাছি। মূলত ঘরের মাঠে খেলা না হওয়া এবং ব্রডকাস্টিং পার্টনারদের চুক্তি রাখতে না পারায় এ ক্ষতি হয়েছে।
এএন/০৪