দেশে ফিরেই কোয়ারেন্টিন আইন ভঙ্গ সাকিবের

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ০৭, ২০২০
১০:৫৭ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ০৭, ২০২০
১০:৫৭ পূর্বাহ্ন



দেশে ফিরেই কোয়ারেন্টিন আইন ভঙ্গ সাকিবের


এক বছরের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় শুক্রবার ভোর রাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান । দেশের ফেরার পর কোয়ারেন্টিনে থাকার কথা তাঁর। কিন্তু ফেরার ১২ ঘণ্টার মধ্যে কোয়ারেন্টিন আইন ভঙ্গ করে গুলশানে একটি সুপারশপ উদ্বোধন করেন এ অলরাউন্ডার।

শুক্রবার দুপুরে গুলশানের সে সুপারশপে আয়োজক আর উৎসুক জনতার ভীর ঠেলে কোনো রকমে ফিতা কাটেন সাকিব। এরপর আয়োজকদের অনুরোধে মুখের মাস্কও খুলতে হয় তাকে।

বিদেশ থেকে আসা প্রবাসীদের নিয়ম অনুযায়ী দুই সপ্তাহের কোয়ারেন্টিন করার নির্দেশনা দেওয়া আছে। এর সাধারণ নির্দেশিকা সম্পর্কে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের ডাইরেক্টরেট জেনারেল (ডিজিএইচএস) ডা. হাবিবুর রহমান বলেন, কেউ যদি দুই সপ্তাহের কোয়ারেন্টিনের সময়ে বাসা থেকে বের হন তাহলে তিনি কোয়ারেন্টিনের আইন ভঙ্গ করবেন।

এদিকে, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ থেকে রক্ষা পেতে গত রবিবারই ইউরোপ কিংবা অন্য কোথাও থেকে ফেরা প্রবাসীদের যথাযথ স্ক্রিনিং ও কোয়ারেন্টিন বাধ্যতামূলক নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইও নিজামউদ্দিন চৌধুরী বলেন, সাকিব যখন বিসিবি মেডিকেল দলের সঙ্গে পরামর্শ করবেন তখন বোর্ডের স্বাস্থ্য নির্দেশিকাতে থাকবেন।

এএন/০১