সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ১৬, ২০২০
০৭:৪৩ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ১৬, ২০২০
০৭:৪৩ পূর্বাহ্ন
হেফাজতে ইসলাম বাংলাদেশের ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছেন সিলেট বিভাগের ১৫ নেতা। এরমধ্যে সিলেট জেলার ১০ জন রয়েছেন।
হেফাজতে ইসলাম সিলেট মহানগরের প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী গতকাল রবিবার রাতে সিলেট মিররকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রবিবার বেলা আড়াইটার দিকে চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায় আয়োজিত সম্মেলনে হেফাজতে ইসলামের ১৫১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছেন সিলেট বিভাগের ১৫ আলেম।
কমিটিতে স্থান পাওয়া আলেমরা হলেন, উপদেষ্টা আল্লামা শায়খ জিয়াউদ্দীন আঙ্গুরা, মুফতি রশিদুর রহমান ফারুক বরুনা, মাওলানা উবায়দুল্লাহ ফারুক, সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ি, আল্লামা নূরুল ইসলাম খান সুনামগঞ্জী, আল্লামা নূরুল ইসলাম ওলীপুরী, অধ্যাপক আহমদ আব্দুল কাদের, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী, সহআন্তর্জাতিক সম্পাদক মাওলানা শোয়াইব আহমদ, মাওলানা আব্দুল কাদের সালেহ, মাওলানা গোলাম কিবরিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফিজ তাফহিমুল হক হবিগঞ্জী, নির্বাহী সদস্য মাওলানা তাফাজ্জুল হক আজিজ ও মাওলানা জামিল আহমদ আনসারী।
আরসি-০৭