দেশব্যাপী শীতবস্ত্র বিতরণ করবে শাবির 'কিন'

শাবি প্রতিনিধি


নভেম্বর ১৭, ২০২০
০২:০০ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ১৭, ২০২০
০২:০০ পূর্বাহ্ন



দেশব্যাপী শীতবস্ত্র বিতরণ করবে শাবির 'কিন'

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন 'কিন' এর উদ্যোগে দেশব্যাপী শীতবস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে 'শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ কর্মসূচি-২০২০' নামের কর্মসূচি হাতে নিয়েছে 'কিন'।

রবিবার (১৬ নভেম্বর) বিকেলে সংগঠনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেনন মো. শিহাব ইসলাম।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বর্তমানে করোনাভাইরাসের ভয়াবহতাকে কেন্দ্র করে সারাদেশব্যাপী স্থবির পরিস্থিতি যেন তাদের অসহায়ত্বকে কয়েকশ গুণ বাড়িয়ে দিচ্ছে। শীতের মৌসুমে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে শীতের প্রকোপ থেকে রক্ষার্থে 'কিন' এর সদস্যরা প্রতিবছর আয়োজন করে 'কিন শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ কর্মসূচি। এ প্রোগ্রামটিতে 'কিন' স্কুলের শিক্ষার্থীদের এবং একই সঙ্গে সিলেট জেলার প্রত্যন্ত অঞ্চলের গরিব ও দুস্থদের মাঝে শীতের পোশাক ও কম্বল বিতরণ করা হয়ে থাকে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ বছর 'কিন' এর অন্যতম উইংস কিন স্কুলের সুবিধাবঞ্চিত শিশুদের শীতের প্রকোপ থেকে একটুখানি স্বস্তি দিতে তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে। একই সঙ্গে বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনা করে দেশব্যাপী বিভিন্ন অঞ্চলের দরিদ্র মানুষদের পাশে দাঁড়ানোর প্রকল্প নিয়ে কাজ করছে 'কিন'। তাই দেশব্যাপী বিভিন্ন অঞ্চল থেকে আর্থিক সাহায্য সংগ্রহ, শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণের কর্মসূচিতে নিয়োজিত থাকবেন 'কিন' এর প্রতিনিধিরা।

এতে বলা হয়, 'আত্মার কাছে দায়বদ্ধতায় হাতে রাখি হাত'- প্রতিপাদ্যকে অন্তরে ধারণ করে মানবতার লক্ষ্যে কাজ করে থাকা 'কিন' এর 'শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ  কর্মসূচি ২০২০' এর প্রত্যেক শুভাকাঙ্ক্ষী সাদরে আমন্ত্রিত। আর্থিক সহায়তা পাঠানো যাবে নিম্নোক্ত বিকাশ, রকেট এবং ডিবিবিএল নম্বরে। 

বিকাশ (পারসোনাল) : ০১৭৭৬৫৬৭৮১১

রকেট (পারসোনাল) : ০১৬১২৭০২১৩০-১

ডিবিবিএল (A/C) : AROVIN AL NAYEM, 2011050012175

 

এইচএন/আরআর-০৬