গোয়াইনঘাট প্রতিনিধি
নভেম্বর ১৭, ২০২০
০২:২৭ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ১৭, ২০২০
০২:২৭ পূর্বাহ্ন
সিলেটের গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশুদের মাঝে বার্ষিক শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ সোমবার (১৬ নভেম্বর) সকালে ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট উপজেলার উদ্যোগে পশ্চিম জাফলং উচ্চবিদ্যালয় মিলনায়তনে রেজিস্টার্ড ২৭০০ শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গোয়াইনঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুস সাকিব।
পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুস সালামের সভাপতিত্বে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোয়াইনঘাটের স্পন্সরশিপ এন্ড চাইল্ড প্রোটেকশন অফিসার দীপঙ্কর যেত্রার পরিচালনায় এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ মতিন, পশ্চিম জাফলং উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস শহীদ, ওয়ার্ল্ড ভিশন সিলেট এপি ম্যানেজার মিল্টন সিং, প্রোগ্রাম অফিসার ঝলমল মারিয়া খংস্তিয়া, চিত্ত রঞ্জন বালা, মোহাম্মদ শহীদুল ইসলাম, গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি আব্দুস সালাম, মঞ্জুর আহমদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. নাজমুস সাকিব বলেন, 'আজকের শিশুরাই আগামীদিনের ভবিষ্যত। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের কুপ্রভাব থেকে শিশুদের মুক্ত রেখে উন্নত ভবিষ্যৎ গড়তে কাজ করছে সরকার। শিশুদের মানসিক ও সৃজনশীল প্রতিভার বিকাশের পাশাপাশি দুর্নীতি, জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের ছোবল থেকে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে হবে।'
এমএম/আরআর-০৭