সিলেটে চারদিনে ৩৫২টি গাড়ি ডাম্পিং

নিজস্ব প্রতিবেদক


নভেম্বর ১৭, ২০২০
০৬:২১ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ১৭, ২০২০
০৬:২৫ পূর্বাহ্ন



সিলেটে চারদিনে ৩৫২টি গাড়ি ডাম্পিং

সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের অভিযানে চারদিনে ৩৫২টি গাড়ি ডাম্পিং করা হয়েছে। এরমধ্যে ১৫১টি রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশা রয়েছেন। সবশেষ সোমবার চতুর্থ দিনের অভিযানে ৭৮টি গাড়ি ডাম্পিং ও ৩৩টি মামলা দায়ের করা হয়েছে। 

সোমবারের অভিযানে ১৫টি নিবন্ধিত সিএনজিচালিত অটোরিকশা, ৩১টি রেজিস্ট্রেশনবিহীন ও কাগজপত্রবিহীন সিএনজিচালিত অটোরিকশা, ১৮টি মোটরসাইকেল, ২টি প্রাইভেট কার এবং ৬টি নিষিদ্ধ ঘোষিত যানবাহনসহ সর্বমোট ৭৮টি যানবাহন ডাম্পিং করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, সিলেট নগরের বিভিন্ন এলাকায় সড়কে শৃঙ্খলা ফেরানো ও সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নের লক্ষ্যে সিলেট মহানগর পুলিশ কমিশনারের নির্দেশে এসএমপি ট্রাফিক বিভাগ অভিযান চালাচ্ছে। চতুর্থ দিন নগরের আটটি চেকপোস্টের মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সুবিদবাজার পয়েন্ট, তেমুখি বাইপাস, লাক্কাতুরা বাজার, চন্ডিপুল পয়েন্ট, আলমপুর, পারাইরচক, সুরমা বাইপাস ও টিলাগড় পয়েন্টে বিশেষ চেকপোস্ট বসানো হয়। রেজিস্ট্রেশনবিহীন যানবাহন আটক, মোটরসাইকেলে তিনজন আরোহী ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদের সার্বিক তত্ত¡াবধানে ও অতিরিক্ত উপকমিশনার (ট্রাফিক) জ্যোতির্ময় সরকারের নেতৃত্বে চেকপোস্টগুলোকে দুইটি সেক্টরে ভাগ করা হয়। প্রতিটি সেক্টরে ৪টি করে মোট আটটি তল্লাশি চৌকি বসিয়ে অবৈধ গাড়ির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। 

বিএ-০১