নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৭, ২০২০
০৬:৪৪ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ১৭, ২০২০
০৬:৪৪ পূর্বাহ্ন
অবৈধ ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের দায়ে সিলেট সদর ও কোম্পানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৯ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কোম্পানীগঞ্জে অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য। সিলেট সদর উপজেলায় পরিচালিত অভিযানের নেতৃত্বে ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি) শবনম শারমীন।
গতকাল সোমবার দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীর উত্তর বালুমহাল এলাকায় টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে অবৈধভাবে বালুর সঙ্গে চিপ পাথর উত্তোলনের চেষ্টাকালে ৯ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের বিরুদ্ধে ৯টি মামলা দায়ের করে প্রত্যেকের কাছ থেকে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়। অভিযানে কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) ও বিজিবি জওয়ানরা উপস্থিত ছিলেন।
এদিকে, সহকারী কমিশনার (ভ‚মি) শবনম শারমীন সোমবার সিলেট সদর উপজেলায় চেঙ্গেরখাল নদীতে ভ্রম্যমাণ আদালত পরিচালনা করে ৮ জনকে আটক করেন। এ সময় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে নদী থেকে অবৈধভাবে মাটি-বালু উত্তোলন করে আসছিলেন মোগলগাঁও গ্রামের শামসুল ও লাল মিয়া। এর ফলে নদীভাঙনসহ সংশ্লিষ্ট এলাকার পরিবেশের ব্যাপক ক্ষতি হয়েছে। গতকাল সোমবার ভোররাত ৩টার দিকে মাটি তোলা শুরু করলে ভোর ৫টায় ৩ ওয়ার্ডের বাসিন্দারা একত্রিত হয়ে পুলিশের সহযোগিতায় বাল্কহেড ড্রেজারসহ বালু বহনকারী দুইটি কার্গো ট্রলার আটক করেন। পরে ট্রলারে কর্মরত ৮ জন সদস্যের প্রত্যেককে আটক করে জরিমানা আদায় করেন সহকারী কমিশনার। এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সালিশ ব্যাক্তিত্ব সামছু ইসলাম, কালারুকা মাদরাসার সভাপতি সরদার খান, ১ নম্বর জালালাবাদ ইউনিয়ন পরিষদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আশক আলি, শিক্ষানুরাগী উবায়দুল্লাহ ইসহাক, ৫ নম্বর ওয়ার্ড সদস্য শরীফ আলী, ৪ নম্বর ওয়ার্ড সদস্য কমর আলী, ৬ নম্বর ওয়ার্ড সদস্য মন্তাকা আহমদ, সাবেক মেম্বার ইসলামুদ্দিন, ইসলামগঞ্জ বাজার কমিটির সভাপতি বিলাল খান, সাধারণ সম্পাদক আব্দুল হক আলা, জুনাইদুল ইসলাম জুনেদ, মাস্টার আনোয়ার, মানিক মিয়া, মইন উদ্দিন নমই, মজম্মীল আলি, আব্দুল কাদির, শফিক আলি, মন্নান মিয়া, শফিক মিয়া, আমিনুল হক, ইয়াছিন আলী, শুরুজ আলি, পাকি মিয়া, আবুল আলি, ইলিয়াছ আলি, ফয়জুল মহরিল, ফারুক আহমদ প্রমুখ।
বিএ-০৪