সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ১৭, ২০২০
০৬:৪৮ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ১৭, ২০২০
০৬:৪৮ পূর্বাহ্ন
সিলেটে অপরিচ্ছন্নতা ও মেয়াদ উত্তীর্ণ এবং ভেজাল খাদ্যদ্রব্য রাখার দায়ে পুষ্টি ফুডকে জরিমানা করা হয়েছে। র্যাব-৯ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে সিলেট শহরতলীর শাহপরাণে পুষ্টি ফুডের বেকারিতে এ জরিমানা করা হয়।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গত রবিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর একটি দল মেজর মো. শওকাতুল মোনায়েম ও মিডিয়া অফিসার এএসপি ওবাইন এর নেতৃত্বে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থের সমন্বয়ে শাহপরাণ এলাকার ‘পুষ্টি ফুড’ নামক বেকারিতে অভিযান পরিচালনা করে। এ সময় অপরিচ্ছন্নতা এবং মেয়াদ উত্তীর্ণ ও ভেজাল খাদ্যদ্রব্য রাখার অপরাধে প্রতিষ্ঠানটিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
বিএ-০৫