নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৭, ২০২০
০৬:৫৫ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ১৮, ২০২০
০১:৪৪ পূর্বাহ্ন
সিলেট শহরতলীর কুমারগাঁও পল্লী বিদ্যুতের গ্রিড লাইনে অগ্নিকাণ্ডে পুরো সিলেটের বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এই গ্রিডে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে।
সিলেট পল্লী বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী মোকাম্মেল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ইতিমধ্যে দুটি ট্রান্সফরমার পুড়ে গেছে। এ অবস্থায় পুরো সিলেটে বিদ্যুৎ সরহরাহ বন্ধ রয়েছে। ফায়ার সার্ভিস ও আমাদের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।’
এএন/০৫