সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ১৭, ২০২০
০৮:২৫ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ১৭, ২০২০
০৮:৩৬ অপরাহ্ন
রায়হান হত্যার ঘটনার মূল হোতা পুলিশের বরখাস্তকৃত উপ পরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূইয়াকে সাত দিনের রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করা হয়েছে। আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি।
বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেছেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এটিএম ফয়েজ উদ্দিন।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে তাকে সিলেট মূখ্য মহানগর হাকিম আদালতের বিচারক আবুল কাশেমের আদালতে হাজির করে পিবিআই।
আদালতে আকবর স্বীকারোক্তিমূলক জবানবন্দি না দেওয়ায় তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত।
এনএইচ/এএফ -০১