কর্মবিরতিতে গোলাপগঞ্জের কালেক্টরেট সহকারী সমিতি

গোলাপগঞ্জ প্রতিনিধি


নভেম্বর ১৮, ২০২০
০১:২৫ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ১৮, ২০২০
০১:২৫ পূর্বাহ্ন



কর্মবিরতিতে গোলাপগঞ্জের কালেক্টরেট সহকারী সমিতি
সেবাবঞ্চিত সাধারণ মানুষ

সারাদেশের ন্যায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় পালিত হয়েছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত কর্মবিরতি।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও উপজেলা ভূমি অফিসে কর্মরত কর্মচারীদের (গ্রেড ১৩-১৬) পদ-পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) তৃতীয় দিনের মতো পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছে কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস)।

এদিকে কালেক্টরেট কর্মচারীরা তৃতীয় দিনের মতো পূর্ণদিবস কর্মবিরতি পালন করায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এবং উপজেলা ভূমি অফিসের  কার্যালয়ের কার্যক্রমে স্থবিরতা সৃষ্টি হয়েছে। শত শত সেবাপ্রার্থী সেবা না পেয়ে ফিরে গেছেন। চরম ভোগান্তিতে পড়েছেন সেবাপ্রার্থীরা।

আগত সেবাপ্রত্যাশী শাহরিয়ার মাহমুদ বলেন, 'ভূমি অফিসে এসেছিলাম একটি গুরুত্বপূর্ণ কাজের জন্য। কিন্তু অফিসে কর্মরতদের কর্মবিরতির কারণে কাজটি আজ আর করতে পারিনি।'

তৃতীয় দিনের মতো কর্মবিরতিতে উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী মোহাম্মদ রুহুল আমিন জাকারিয়া সিলেট মিররকে বলেন, 'সারাদেশের ন্যায় আমরা তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কেন্দ্রীয় কর্মসূচি মোতাবেক কর্মবিরতি পালন করে যাব। দাবি আদায় না হলে পুনরায় কাজে যোগ দেব না।'

কর্মবিরতিতে থাকা উপজেলা ভূমি অফিসের নাজির অসিত পাল বলেন, 'আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক কর্মবিরতি পালন করে যাচ্ছি। সাধারণ সেবাপ্রত্যাশীদের সাময়িক দুর্ভোগের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। সচিবালয়ের ন্যায় আমাদের পদ-পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণ আমাদের মূল দাবি।

কর্মবিরতি চলাকালে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী মুহাম্মাদ আব্দুন নূর, শিপন আলী, সার্টিফিকেট সহকারী গোলাম মোস্তফা, উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী আব্দুল ওয়াহিদ, হাসনাত জামান, ময়মুল হক প্রমুখ।

 

এফএম/আরআর-০৬