সিসিকের অভিযান, ২ লাখ টাকার হোল্ডিং ট্যাক্স আদায়

নিজস্ব প্রতিবেদক


নভেম্বর ১৮, ২০২০
০২:০৯ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ১৮, ২০২০
০২:০৯ পূর্বাহ্ন



সিসিকের অভিযান, ২ লাখ টাকার হোল্ডিং ট্যাক্স আদায়

সিলেট সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ লাখ টাকার হোল্ডিং ট্যাক্স আদায় করা হয়েছে। এছাড়াও সড়ক দখল করে ব্যবসা পরিচালনা ও ট্রেড লাইসেন্স না থাকায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় ১০ হাজার টাকার জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৭ অক্টোবর) নগরের জিন্দাবাজার-বন্দরবাজার এলাকায় মধুবন মার্কেট, সমবায় মার্কেট ও আশপাশ এলাকায় সিসিকের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

সিলেট সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা বিজন কুমার সিংহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সিসিক জানায়, অভিযানে ২ লাখ টাকার বকেয়া হোল্ডিং ট্যাক্স আদায় করা হয়েছে। এছাড়া ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা ও বেআইনিভাবে সড়ক দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়। ভ্রাম্যমান আদালতের ধার্যকৃত জরিমানার ১০ হাজার টাকা নগদ আদায় করা হয় ভ্রাম্যমান আদালতের অভিযানে। 

অবৈধভাবে সড়ক দখল, লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা, অবৈধ গাড়ি পার্কিং, বকেয়া হোলিং ট্যাক্স আদায়ে সিলেট সিটি করপোরেশন নিয়মিতভাবে নগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে বলে সিসিকের পক্ষ থেকে জানানো হয়েছে।

সিসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সিলেট মহানগর পুলিশ, সিলেট সিটি করপোরেশনের কর কর্মকর্তা মো. রমিজ উদ্দিন, বাজার, লাইসেন্স শাখার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিএ-১১