গোলাপগঞ্জ প্রতিনিধি
নভেম্বর ১৮, ২০২০
০৩:১৯ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ১৮, ২০২০
০৩:২৭ পূর্বাহ্ন
সিলেটের গোলাপগঞ্জে সুরমা নদীর তীর থেকে অবৈধভাবে এক্সেভেটর দিয়ে মাটি উত্তোলনের দায়ে বাকের মিয়া ব্রিকস ফিল্ড নামের একটি ইটভাটাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ২টায় উপজেলার সদর ইউনিয়নের রানাপিং এলাকার ওই ইটভাটায় অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপমা দাস। এ সময় ইটভাটার মালিক বক্কর মিয়াকে অবৈধভাবে নদীর তীর থেকে বালু উত্তোলন না করতে নির্দেশ দেওয়া হয়।
অন্যদিকে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামের লালমাটি নামক স্থানে অবৈধভাবে টিলা কেটে মাটি ভরাট করার অপরাধে তাহির আলীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপমা দাস জরিমানা আদায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, 'অবৈধভাবে নদী থেকে মাটি উত্তোলনের খবর পেয়ে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একটি ইটভাটাকে এক লাখ টাকা ও অবৈধভাবে টিলা কেটে মাটি ভরাট করার অপরাধে একজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।'
এফএম/আরআর-১৩