বিশ্বনাথ সদর ইউনিয়নের সকল গ্রামকে পৌরসভায় অন্তর্ভুক্তির দাবি

বিশ্বনাথ প্রতিনিধি


নভেম্বর ১৮, ২০২০
১১:২৪ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ১৯, ২০২০
১২:১০ পূর্বাহ্ন



বিশ্বনাথ সদর ইউনিয়নের সকল গ্রামকে পৌরসভায় অন্তর্ভুক্তির দাবি

সিলেটের বিশ্বনাথে নবগঠিত পৌরসভায় সদর ইউনিয়নের সকল গ্রামকে অন্তর্ভুক্তি করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলা সদরের বাসিয়া সেতুর উপর ইউনিয়নের ৪, ৫, ৬ ও ৮ নম্বর ওয়ার্ডের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এ সময় বক্তারা বলেন, উপজেলা সদরের সন্নিকটের গ্রামগুলোকে বাদ দিয়ে অন্য ইউনিয়নের ৫ কিলোমিটার দূরের গ্রামগুলোকে পৌরসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে, যা নিতান্তই একটি পরিকল্পিত ষড়যন্ত্র ও দুঃখজনক ঘটনা। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

তারা বলেন, অনতিবিলম্বে সদর ইউনিয়নের ৪, ৫, ৬ ও ৮ নম্বর ওয়ার্ডের গ্রামগুলোকে পৌরসভায় অন্তর্ভুক্ত করে পৌরসভার কার্যক্রম শুরু করতে হবে। তা না হলে আইনি লড়াইসহ এ এলাকার সকলকে নিয়ে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

আন্দোলনের সমন্বয়ক উত্তর ধর্মদা গ্রামের শেখ আজাদের সভাপতিত্বে এবং ধর্মদা গ্রামের সাহিদুল ইসলাম সাহিদ ও মোসাদ্দিক হোসেন সাজুলের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ আসাদুজ্জামান, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা বিআরডিবি'র চেয়ারম্যান মহব্বত আলী জাহান, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আলতাব হোসেন, ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহনেওয়াজ চৌধুরী সেলিম, ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মুমিন মামুন, ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শামীম আহমদ, সংগঠক বিভাংশু গুণ বিভু, নতুন সিরাজপুর গ্রামের শানুর আলী জয়দু, উপজেলা বিএনপি নেতা, মোহাম্মদপুরের আসাদুজ্জামান নুর আসাদ, হিমিদপুর গ্রামের আমির আলী, বড়ইগাঁও গ্রামের ফজলুর রহমান, রজকপুরের মনোহর হোসেন মুন্না, রুজেল আহমদ চৌধুরী, ভাটশালার ফজলু মিয়া, সরুয়ালার টিপু আলী, শাহজিরগাঁওয়ের ফয়জুল ইসলাম জয়, রাজ মোহাম্মদপুরের নাজিম উদ্দিন রাহিম, ব্যবসায়ী নজরুল ইসলাম আজাদ, হিমিদপুরের বাদশা মিয়া, আতিকুর রহমান প্রমুখ। শুরুতে পবিত্র কোরান থেকে তেলওয়াত করেন দন্ডপানিপুরের আরকুম আলী।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক ফারুক মিয়া, মোহাম্মদপুর গ্রামের মাসুক মিয়া, কল্যাণভাটের হালিম শিকদার, সাবসেনের মাসুক মিয়া, নতুন সিরাজপুরের কবির আহমদ, উত্তর ধর্মদার মাওলানা শেখ শাহিদুর রহমান, সরুয়ালার আব্দুর রূপ, সিরাজপুরের আনছার আলী, রজকপুরের ইলিয়াস আলী, পুরান সিরাজপুরের মকরম আলী, আব্দুল হান্নান, বাওনপুরের আয়ুব আলী বারী, ইলিমপুর গ্রামের শেখ ফজর রহমান, হিমিদপুরের শাহেদ মিয়া, ফজলুর রহমান শিপন, মুহিব উদ্দিন সুজেদ, সাজ্জাদ আলী, উত্তর ধর্মদার শেখ সালাউদ্দিন, শেখ শিপন আহমদ, বাওনপুরের আতিক আহমদ, তাতিকোনার আবুল বাশার, তানভীর আহমদ, রাজ মোহাম্মদপুরের মনির আহমদ, তাজুল ইসলাম, ফরহাদ মিয়া, ধর্মদার নজরুল ইসলাম, রজকপুরের আতিকুর রহমান মুরাদ, শাহান মিয়া, আতাপুরের আবুল কালাম, আব্দুল ওদুদ, আব্দুস শহীদ, নানু মিয়া, কাইয়া কাইড়’র আব্দুল আহাদ রকন, ধীতপুরের সৈয়দ হোসেন, সরুয়ালার আব্দুর রূপ, ইমরুজ আহমদ, পশ্চিম শ্বাসরামের লাল মিয়াসহ ৪টি ওয়ার্ডের সর্বস্তরের জনগণ।

 

এমএ/বিএন-১১/আরআর-০৪