গোলাপগঞ্জ প্রতিনিধি
নভেম্বর ১৯, ২০২০
১২:২৫ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ১৯, ২০২০
০২:৩৮ পূর্বাহ্ন
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদের দুই চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। বরখাস্তকৃত চেয়ারম্যানরা হলেন- সদর ইউনিয়নের চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী ও ৩ নম্বর ফুলবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান ফয়সাল।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে বলা হয়, গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ কর্তৃক ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) ও ২৫ (৬) ধারায় দায়েরকৃত মামলা নম্বর-০৯ (জিআর ১৩২/২০১৮), তারিখ ১২/০৮/২০১৮ এবং মামলা নম্বর-১০ (জিআর ১৩৩/২০১৮), তারিখ ১২/০৮/২০১৮ এর অভিযোগপত্র বিজ্ঞ আদালত কর্তৃক গৃহীত হয়েছে। ইতোমধ্যে ওই দুই চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসক স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সুপারিশ করেছেন। এজন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় তাদেরকে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ৩৪ (১) অনুযায়ী তাদের স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করেছে।
এফএম/আরআর-০৫