গোলাপগঞ্জ প্রতিনিধি
নভেম্বর ১৯, ২০২০
০১:১২ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ১৯, ২০২০
০১:১২ পূর্বাহ্ন
সিলেটের গোলাপগঞ্জে এক ব্যবসায়ীর দোকানের বৈদ্যুতিক মিটারের সংযোগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার বুধবারিবাজার ইউনিয়নের কালিডহর চন্দরপুর বাজারে।
জানা গেছে, প্রতিদিনের ন্যায় গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) ব্যবসায়ী আলিম উদ্দিন নিজের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠান তাহমিনা আয়রন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কাজ শেষে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। আজ বুধবার (১৮ নভেম্বর) সকালে দোকানে এসে দেখতে পান বৈদ্যুতিক মিটার (নম্বর- ০০৫০৫৮২) ভাংচুর করে সংযোগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
আলিম উদ্দিন বলেন, দীর্ঘদিন থেকে এই বাজারে আমি ব্যবসা করে আসছি এবং আমার জানামতে কারও সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। এ ঘটনায় আমি হতভম্ব।
এ ব্যাপারে আলিম উদ্দিন গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (নম্বর- ৮৯০) করেছেন।
এফএম/আরআর-০৭