এখনও অনিশ্চয়তায় নগরের অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ

নিজস্ব প্রতিবেদক


নভেম্বর ১৯, ২০২০
০১:২৫ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ১৯, ২০২০
০২:১৯ পূর্বাহ্ন



এখনও অনিশ্চয়তায় নগরের অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ

এখনও অনিশ্চয়তায় রয়েছে সিলেট নগরের অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ। প্রথম ধাপে সিলেট নগরের আম্বরখানা ও এমসি কলেজ ফিডারে বিদ্যুৎ সংযোগ চালু হলেও বাকি এলাকাগেুলোতে কখন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে সে বিষয়ে কিছুই জানাতে পারেননি সংশ্লিষ্টরা। 

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের সহকারী মো. জুয়েল রানা জানান, সন্ধ্যা ৬টার দিকে প্রথমে আম্বরখানা ও এমসি কলেজ ফিডারে বিদ্যুৎ সরবরাহ করা হয়। পরে জিন্দাবাজারসহ কিছু জায়গায় বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। 

বাকি এলাকাগুলোতে কখন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে জানতে চাইলে এ কর্মকর্তা জানান, অন্য এলাকাগুলোতেও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে কাজ চলছে। তবে কখন বিদ্যুৎ সরবরাহ করা যাবে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এর আগে আজ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের প্রধান প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ) খন্দকার মোকাম্মেল হোসেন বলেন, গতকাল রাত থেকে প্রায় ৪০০ কর্মী কাজ করছেন। আজ দুপুরের আগে মেরামত করা কিছু পিলার পরীক্ষামূলকভাবে চালু করা হবে। যত দ্রুত সম্ভব বাকি এলাকাগুলো বিদ্যুতের আওতায় নিয়ে আসার চেষ্টা করা হবে।

মঙ্গলবার রাতে পল্লী বিদ্যুৎ বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যার মধ্যে একটি পাওয়ার ট্রান্সফরমার দিয়ে বিদ্যুৎ সরবরাহ আংশিক চালু করা সম্ভব হতে পারে। আর অন্য একটি ট্রান্সফরমার গাজীপুরের টঙ্গী থেকে ট্রাকে করে পাঠানো হচ্ছে। সেটি স্থাপন করার পরই পুরোপুরি স্বাভাবিক হবে সিলেটের বিদ্যুৎ ব্যবস্থা।

বিএ-০১