ওসমানীনগরে ভূমি নিয়ে বিরোধ, রক্তক্ষয়ী সংঘর্ষের শঙ্কা

ওসমানীনগর প্রতিনিধি


নভেম্বর ১৯, ২০২০
০২:১১ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ১৯, ২০২০
০২:১১ পূর্বাহ্ন



ওসমানীনগরে ভূমি নিয়ে বিরোধ, রক্তক্ষয়ী সংঘর্ষের শঙ্কা

সিলেটের ওসমানীনগরে ভূমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে উভয়পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। বর্তমানে এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

জানা যায়, উপজেলার দয়ামীর ইউনিয়নের তাজপুর গ্রামের আছমত উল্যা ওরফে কাচা মিয়ার ছেলে প্রবাসী আব্দুল হক ২০১৪ সালে নতুন বাজার এলাকায় থাকা ১০ শতক ভূমির একাংশে টিনশেডের দোকানকোঠা বানিয়ে ভাড়া দেন। ভাড়াটে নতুন বাজার এলাকার ইছকন্দর আলীর ছেলে আলী হোসেন নিয়মিত ভাড়া পরিশোধ করলেও ২০১৬ সাল থেকে ভাড়া পরিশোধ না করে উল্টো ওই ভূমি দখলের পাঁয়তারা শুরু করেন। এ বিষয়ে ২০১৭ সালে আব্দুল হক সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। দীর্ঘ বিচার শেষে ২০১৯ সালে সংশ্লিষ্ট আদালতের বিজ্ঞ বিচারক মামলার বাদী আব্দুল হকের অনুকূলে মামলার রায় প্রদান করেন। আব্দুল হক ভাড়াটে আলী হোসেনের কাছ থেকে দোকান বুঝে নিয়ে তালা ঝুলিয়ে দেন।

সম্প্রতি আব্দুল হক প্রবাসে থেকে পুরাতন দোকানের স্থলে নতুন করে দ্বিতল ভবন নির্মাণের উদ্যোগ নেন। দেশে অবস্থানরত ভাগ্নে সুমন মিয়ার মাধ্যমে ভবন নির্মাণের জন্য বালু-পাথরও ক্রয় করা হয়। এর মধ্যে কয়েকদিন পূর্বে আলী হোসেন টিনশেডের দোকানকোঠার তালা ভেঙে ঘর দখলের চেষ্টা চালান। বিষয়টি জানাজানির পর স্থানীয় গণ্যমান্যদের হস্তক্ষেপে আলী হোসেন আর কখনও প্রবাসী আব্দুল হকের ওই ভূমিতে কোনো প্রকার সমস্যা সৃষ্টি করবেন না বলে সবাইকে আশ্বস্ত করেন।

আজ বুধবার (১৮ নভেম্বর) সকালে প্রবাসী আব্দুল হকের লোকজন ওই জায়গায় নতুন ভবনের কাজ শুরু করলে আলী হোসেনের লোকজন জড়ো হয়ে এতে বাধা প্রদানের উদ্যোগ নিলে দুইপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে ওসমানীনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এ বিষয়ে সবাইকে শান্ত থাকার নির্দেশ প্রদান করে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।

প্রবাসী আব্দুল হকের ভাগ্নে সুমন মিয়া বলেন, 'আলী হোসেনের নেতৃত্বে দুষ্কৃতিকারীরা দেশীয় অস্ত্র নিয়ে নির্মাণকাজে নিযুক্ত থাকা ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজনের ওপর হামলা চালিয়ে নির্মাণসামগ্রী জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। এ ঘটনায় আমি থানায় মামলা দায়ের করেছি।'

এ ঘটনায় অভিযুক্ত আলী হোসেনের মতামত জানতে একাধিকবার তার মুঠোফোনে কল দেওয়া হলেও তা বন্ধ পাওয়া যায়।

স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল মছব্বির বলেন, 'এই ভূমি নিয়ে বিরোধ অনেকদিনের। কয়েকমাস আগে এ ভূমি নিয়ে দায়েরকৃত মামলার রায় পেয়েছেন রেকর্ডিয় মালিক প্রবাসী আব্দুল হক। সম্প্রতি তিনি ওই ভূমিতে ভবন নির্মাণের উদ্যোগ নিলে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।'

এ ব্যাপারে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক জানান, নতুন বাজার এলাকায় উত্তেজনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোনো প্রকার উত্তেজনা কঠোর হস্তে দমন করা হবে। মাননীয় আদালত কর্তৃক প্রদত্ত রায় উপেক্ষা করে আবারও ভূমি দখলের পাঁয়তারার অভিযোগ এনে প্রবাসীর পক্ষে তার ভাগ্নে বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

ইউডি/আরআর-০৯