নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৯, ২০২০
০৪:৩১ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ১৯, ২০২০
০৪:৩১ পূর্বাহ্ন
করোনায় আক্রান্ত হয়েছেন সিলেট সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ তৌফিকুল ইসলাম হাদী। বিষয়টি কাউন্সিলর হাদী নিজেই সিলেট মিররকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত কয়েকদিন থেকে তিনি হালকা জ্বর ও কাশিতে ভোগছিলেন। এবস্থায় গত সোমবার তিনি বেসরকারী প্রতিষ্ঠান সীমান্তিকের পিসিআর ল্যাবে করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দেন। গত মঙ্গলবার রাতে তার করোনা শনাক্ত হয়। বর্তমানে তিনি বাসায় আইলোশনে থেকে চিকিৎসা সেবা গ্রহণ করছেন। তার বর্তমান শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানান তিনি।
এসময় দ্রুত সুস্থতার জন্য ১নম্বর ওয়ার্ডসহ সর্বস্তরের সিলেটবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
এনএইচ/বিএ--০৮