সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ১৯, ২০২০
০৪:৪৯ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ১৯, ২০২০
০৪:৫০ পূর্বাহ্ন
বেআইনিভাবে সড়কে গাড়ি পার্কিং ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে ৯টি মামলা করেছেন সিলেট সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্তদের কাছ থেকে জরিমানার সাড়ে দশ হাজার টাকা আদায় করা হয়েছে।
আজ বুধবার (১৮ নভেম্বর) সিটি করপোরেশনের সামন ও কোর্ট পয়েন্ট এলাকায় সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা বিজন কুমার সিংহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে সড়কে পার্কিং করার অভিযোগে ৮টি সিএনজিচালিত অটোরিকশা চালকের বিরুদ্ধে মামলা করা হয়। এছাড়া অবৈধভাবে সড়ক দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে আরেক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করা হয়। তাদের কাছ থেকে জরিমানার সাড়ে দশ হাজার টাকা আদায় করা হয়।
সিলেট মহানগর পুলিশসহ সিলেট সিটি করপোরেশনের কনজারভেন্সি শাখার কর্মকর্তা-কর্মচারীরা ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উপস্থিত ছিলেন।
নগরে ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা, বকেয়া হোল্ডিং ট্যাক্স আদায়, অবৈধ গাড়ি পার্কিং, বকেয়া পানির বিল আদায় ইত্যাদি বিষয়ে সিলেট সিটি করপোরেশন নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানিয়েছে সিসিকের জনসংযোগ শাখা।
আরসি-০২